Sad Cafe
ঈদের দিন সকালে তোমাদের আলাপচারিতা...
আমরা ভাবছিলাম বসে
চীনা শিশুখাদ্যের ভেতরে কতোটা
থিতিয়ে আসছে মেলামাইন,
কতোটা মেরিলিন মনরো'র ঠোঁট
ধীরে ধীরে হয়ে উঠছে যৌনাভ আর লালচে'
আমাদের করাল ব্যবসায়ন
শিকারী বেড়ালের গোঁফ
আমরা বসে ভাবছিলাম
অল্প আগের ঈদের জমায়েত
মানে নিদেন ছয়-সাতশো লোক
ঘন পরিসরের এসএমএস
আমরা ভাবছিলাম রিকশার চাকা, স্পোক
সম্ভাব্য বৃষ্টি ...
আর কিছু পরে বৃষ্টিসমেত
কী করে পৌছাঁনো যাবে হাতিরপুল !
------------------------------
আন্দালীব / ২ অক্টোবর ০৮
(অক্টোবরে একটা লিখেছি, কী লিখেছি জানিনা। এইটারে কতোটা কবিতা বলা যাবে...আর গেলেও কতোটা সিরিয়াস কবিতা বলা যাবে এইসব নিয়ে হরেক সংশয় তো আছেই।
তবু ভাবলাম অক্টোবরে বউনি, মানে শুরু করা যাক আরকি...
আপনাদের জন্য ঈদের বিলম্বিত, তবে প্রলম্বিত শুভেচ্ছা জানাইতে চাই।
আপনারা সবাই ভালো থেকেন।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।