আমাদের কথা খুঁজে নিন

   

'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'



গত ২০০৪ এ ছিলাম দিনাজপুরে। আমরা থাকতাম তিনজন, তার মধ্যে একজন ছিল হিন্দু ধর্মাবলম্বি। আমরা টানা ৯ মাস একসাথে কাটিয়েছি। কখনো সে ভাবেনি সে সংখ্যালঘু্। কারণ সে তা ভাবার সুযোগই পায়নি।

এই ৯টি মাস আমরা গরুর মাংস বাসায় তুলিনি তাকে সম্মান করে। তার পড়ার টেবিলে একটি দূর্গার ছবি ছিল। আমি প্রতিদিন নামাজ পড়েছি। কখনো কারও সমস্যা হয়নি। এমনই ছিল আমাদের সহাবস্থান।

একদিন সে খুব দুঃখ করে বলছিল," আমরা দু'বোন, কোনো ভাই নেই। তাই বাবার যা কিছু সঞ্চয় পাবে কাকাতো ভাইয়েরা। কারন আমাদের ধর্মানুযায়ী মেয়েরা বাবার সম্পত্তিতে ভাগ পায়না। আপনাদের ধর্মে কত সুন্দর মেয়েদের ভাগ আছে"। আমি তখন বললাম,"তোমাদের তো পণ প্রথা আছে, বাবার কাছ থেকে না হয় বেশি করে পণের টাকা নিয়ে নিও"।

এই হলো ইসলামে নারীর অবস্থান। আমি ধর্ম সম্পর্কে খুব বেশি জ্ঞানী নই। শুধু এটুকু বুঝি প্রত্যেককেই তার স্বাধীনতা দেয়া উচিত। কারণ প্রতিটি ধর্মই ন্যায়ের কথা বলে, মঙ্গলের কথা বলে, ভালবাসার কথা বলে। তাহলে সব সময় এত বিতর্ক কেন? আমার ভালো লাগেনা।

সবাইকে নিয়ে ভালভাবে, সুন্দরভাবে বেঁচে থাকতে পারাটাই বড় কথা। মানুষ বলে কথা! 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.