আমাদের কথা খুঁজে নিন

   

কক্সবাজারের কিছু নৈসর্গিক দৃশ্যাবলী(দ্বিতীয় পর্ব)



অতি সম্প্রতি আমি আর আমার দুবন্ধু গিয়েছিলাম কক্সবাজার। সেখানকার কিছু ভালো লাগা ছবি দিয়েছিলাম গত পোস্টে(আগের ছবিব্লগ দেখতে এখানে দেখুন )। ব্লগারদের মুগ্ধতা আমাকে প্ররোচিত করলো আরো কিছু ছবি দিতে। তখন অন্য কোথাও হারিয়ে গিয়েছিলো পৃথিবীর আর সব দৃশ্য... আকাশ আমাকে দেখা দিয়েছিলো...(ফটোগ্রাফার-প্রবর রিপন) আকাশ,সৈকত,সাগরের সম্মিলিত বং রসায়ন। (ফটোগ্রাফার-প্রবর রিপন) অদ্ভুত এক দ্বীপবাসী হয়ে যাই চলো !! শুধু গোড়ালী ভিজিয়ে আমায় ছেড়ে দেয়নাই,সারা শরীরে আক্রমন করেছিলো নোনাজলের সৈন্যসামন্ত।

সমুদ্রাক্রান্ত গোধুলীতে ধুলো ওড়ে নাই,উড়েছিলো কবি রাখালের মন!(ফটোগ্রাফার-প্রবর রিপন) জলের আয়না...প্রতিবিম্ব নেই কারোই। নীলনভরঙ... (প্রবর রিপনের তোলা ছবি) রেজুখাল এর নাম। খাল কিনা জানিনা। কেননা সমুদ্রে জোয়ার এলে এর পুরোটাই ভরে ওঠে অবিশ্বাস্য রকম জলে,একে নদি বলে ডাকলেই বোধহয় ভালো হতো। এখানে একটি মজার কথা না বললেই নয় যে সমুদ্রের মাঝিরা কিন্তু সমুদ্রকেও আদর করে নদী বলে ডাকে! মাঝিরা বোধহয় এই নদীটাকেও আদর করে খাল ডাকে!! (ফটোগ্রাফার-প্রবর রিপন) দুর্বিনীত প্রশ্নের মতো যেন ঘিরে ধরে এই সব।

প্রবর রিপনের ছবিগুলো বাদে বাকি সবগুলো ছবি ট্যাপস্ট্রন গালিবের তোলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.