আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুতে "ব্রডকম" প্রতিষ্ঠানের বেতার কার্ড চালানো

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

সপ্তাহ দুয়েক হল, দুটো ল্যপটপ এ উবুন্টু ৮.০৪ স্থাপন করেছিলাম। সব ভালই চলেছিল কিন্তু দুটোতেই নেটওয়ার্কের বেতার কার্ডটি কাজ করছিল না। ল্যপটপ দুটি হল কম্প্যক প্রেসারিও সি৭১৪ ক্রমানুসারের (ইন্টেল ৩২ বিট এর) এবং অন্যটি এইচ পি র প্যভেলিয়ন টি এক্স১০০০ ক্রমানুসারের(৬৪ বিট এএমডি টুরিয়ন, এটা আমাদের কন্যা ওয়াটারলু ইউনিভার্সিটিতে ব্যবহার করে এবং ইউনিভার্সিটিতে বেতার নেটওয়ার্ক ই ব্যবহার করতে হয়)। দুটোতেই lspci নির্দেশ দিয়ে দেখলাম বেতার কার্ড দুটোই "ব্রডকম" কোম্পানীর। দুটো ল্যপটপেই বেতার চালু করতে পেরেছি। কারও এর সমাধান প্রয়োজন হলে জানাবেন, এখানে পোষ্ট করে দেব বা সরাসরি ইমেইল করে পাঠিয়ে দেব (কারন সমাধন ইংরেজীতে বিস্তারিত)। আমার ইমেইল ferdausalamin at yahoo dot ca

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.