কিছুদিন আগে আমি ও আমার দু'বন্ধু কক্সবাজারে গিয়েছিলাম একটি কাজে।সেখানকার কিছু ভালো লাগা ফটোগ্রাফী শেয়ার করলাম আপনাদের সাথে।
(হিমছড়ি ছাড়িয়ে রেজুখালের সেতু পার হবার পরে একটি নির্জন সৈকতে এমন দৃশ্যে চমকে উঠি!)
(আমি সমুদ্রের সন্তান,জলের প্রতিবিম্ব থেকে উঠে আসা একমাত্র নার্সিসাস,কবি)
জলবিধৌত আকাশআশ্রম (লাবণী বীচ)
জলের দামে কড়ির মালায় কিনেছি আকাশ(কলাতলী বীচ)
আরো বেঁকে যাও সীমান্ত ছাড়িয়ে (কলাতলীর পাশের নতুন বীচ)
ভাংগনের জয়গান গাই(কলাতলীর বাঁধ বা রাস্তা)
আরো কিছু ছবি আছে,সেগুলো কি দেবো কি না আশাকরি জানাবেন আপনাদের মন্তব্যে।
(ফটোগ্রাফার ছিলো প্রবর রিপন ও ট্যাপস্ট্রন গালিব। প্রথমটা গালিবের তোলা,বাকিগুলো সব প্রবর রিপনের ফটোগ্রাফী।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।