"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
আঘাত
করবে যদি আঘাত তবে
আঘাত করো এই হৃদয়ে,
দেখবে কেমন ভাঙ্গছি আমি
ঠুনকো কাঁচের পাহাড় হয়ে।
মুখোশ আঁটা মুখের কথায়
ভুলবোনা আর প্রলোভনে,
ফুল বিছানো বাসর ঘরে
চিতার আগুন জ্বলছে মনে।
অবিশ্বাসের তুষের আগুন
জ্বালিয়ে রেখে মনের মাঝে,
মিষ্টি কথার ফুলঝুরি আজ
বলা কী আর মুখে সাজে?
তারচে বরং আঘাত করো
যাও ফিরে যাও নিজের ঘরে,
জানবে সবাই একটা জীবন
হারিয়ে গেছে প্রবল ঝড়ে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।