স্বাস্থ্যনীতিতে স্বাস্থ্যকে বানিজ্য নয়, সেবা হিসেবে বিবেচনা করতে হবে
দেশের মানুষের স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্যনীতি প্রণয়নের উদ্যোগ প্রশংসনীয়। একটি যুগপোযোগী স্বাস্থ্যনীতি দেশের মানুষের স্বাস্থ্য, পরিবেশ এবং সর্বোপরি অর্থনীতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করবে। তাই এ স্বাস্থ্য নীতি প্রণয়নের পূর্বে মতামত প্রদানের লক্ষ্যে যথেষ্ট সময় প্রদান এবং বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের কার্যক্রম এই স্বাস্থ্যনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি এ নীতি বাসত্দবায়নে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমে সমর্থন যোগাবে। অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট গন্ডির মাধ্যমে বিভিন্ন নীতিমালা ও আইন প্রণয়নের ফলে, নীতি/আইন বাসত্দবায়নে জনসমর্থন ও সহযোগিতা আশানুরূপ পাওয়া যায় না।
আমরা আশা করি সরকার ও নীতি প্রণয়নে সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ বিগত দিনের অভিজ্ঞতার প্রেক্ষিতে নীতি প্রণয়নে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
স্বাস্থ্য ও জীবনের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। স্বাস্থ্য নীতি প্রণয়নের চিনত্দার সুচনায় স্বাস্থ্য মানবাধিকার হিসেবে চিহ্নিত করা প্রয়োজন। স্বাস্থ্য নীতি প্রণয়নের ক্ষেত্রে বানিজ্যিক দিকগুলো প্রদান্য দেয়া হলে জনস্বাস্থ্য ক্ষতিগ্রসত্দ হবে এবং মানুষের জীবন ধারণ কঠিন হয়ে পড়বে। পৃথিবীর অনেক দেশই স্বাস্থ্যকে মানবাধিকার হিসেবে বিবেচনা করে নীতি প্রণয়ন এবং জনস্বাস্থ্যের আশানুরূপ উন্নয়ন সাধন করেছে।
আবার কিছু দেশ স্বাস্থ্যকে বানিজিকরূপ দিতে গিয়ে, জনস্বাস্থ্য, পরিবেশ এবং অর্থনীতির ক্ষতি সাধন করেছে। স্বাস্থ্য সেবাকে রাষ্ট্রীয় সেবাখাত হিসেবে বিবেচনা করা প্রয়োজন। রাষ্ট্রীয় এই সেবাখাতে বানিজিকরণ করা হলে জনসাধারণের দূর্ভোগ আরো বৃদ্ধি পাবে। মানুষ সময়মতো অর্থের অভাবে চিকিৎসা সেবা না পাওয়ার প্রেক্ষিতে জনস্বাস্থ্য এবং দেশের অর্থনীতি আরো বেশি ক্ষতিগ্রসত্দ হবে।
আমাদের সংবিধানের রাষ্ট্রপরিচালনার মূলনীতিতে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হিসেবে রোগ প্রতিরোধ ও চিকিৎসা সেবাকে চিহ্নিত করা হয়েছে।
পাশাপাশি জনগণের পুষ্টির সত্দর-উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করার কথা সংবিধানের সুপষ্ট উল্লেখ্য করা হয়েছে। বিদ্যমান জাতীয় স্বাস্থ্য নীতি অনুসারে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার অত্যাবশ্যক সেবাগুলি রাষ্ট্রীয় ভূখন্ডের যে কোন ভৌগলিক অবস্থানে প্রত্যেক নাগরিকের কাছে পৌছে দেওয়াকে মূলনীতিতে স্থান দেওয়া হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূল দলিল অনুসারে জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সরকারের অন্যতম দায়িত্ব ও কর্তব্য।
২২ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত স্বাস্থ্য অধিকার আন্দোলনের সেমিনারে একটি প্রবন্ধের কিছু অংশ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।