আমাদের কথা খুঁজে নিন

   

যায়যায়দিনের ১০ সাংবাদিক-কর্মচারী চাকরিচ্যুত

jannat0007@gmail.com

কোনো কারণ দর্শানো ছাড়াই দৈনিক যায়যায়দিন-এর ১০ সাংবাদিক-কর্মচারীকে গত বুধবার চাকরিচ্যুত করা হয়েছে। গত বুধবার রাতে তাদের প্রত্যেককে চাকরিচ্যুতির নোটিশ ধরিয়ে দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, যায়যায়দিন-এর প্রশাসন বিভাগের ইনচার্জ গোলাম ফারুক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘আপনাকে চাকরিচ্যুত করা হলো।’ কেন- সে ব্যাপারে চিঠিতে কিছু বলা হয়নি। চাকরিচ্যুতরা হলেন সহকারী সম্পাদক সজীব ওনাসিম, কপি এডিটর বাবলু রহমান, মফস্বল ডেস্ক ইনচার্জ জাহেদুল আলম রুবেল, স্পোর্টস ডেস্ক ইনচার্জ নাজমুল হাসান রুবেল, স্টাফ রিপোর্টার তুহিন সানজিদ, সৈয়দ নূরুর রহমান (কুমিল্লা), আরিফ রহমান (বগুড়া), নাফিজ আশরাফ (নারায়ণগঞ্জ), সিনিয়র এক্সিকিউটিভ (প্রশাসন) হরিপদ দাশ ও অফিস সহকারী মনির হোসেন। সূত্র জানায়, ঈদের আগে-পরে আরো কিছু সাংবাদিক-কর্মচারীকে চাকরিচ্যুত করা হতে পারে। উল্লেখ্য, মাস দুয়েক আগেও যায়যায়দিন-এর ১০ জন সাংবাদিক-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। সূত্র- দৈনিক নয়া দিগন্ত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.