আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের সালামী 'নতুন নোট'

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

একেবারে ছোটবেলায় সবার মধ্যেই একটা ব্যাপার থাকে বাড়ীর বড়দের সালাম করে সালামী মানে টাকা নেওয়া। এটা একটা রীতি আমাদের সমাজের। আর সেই সালামী যদি নতুন টাকার নোট হয় তবে তো কথাই নেই। যদিও পায়ে হাত দিয়ে সালাম করাটা আমাদের ইসলাম সার্পোট করে না তবে মনে হয় সালাম করে সালামী নেয়াটা এখন আমাদের দেশে সেই অর্থে ইউজ হয় না।

এটা একটা অলিখিত সামাজিক রীতি হয়ে গেছে। যখন ছোট ছিলাম তখন বাবা-মা, আত্মীয় স্বজনের কাছ থেকে সালামী নিতাম মানে তারাও দিতেন। ওটাই একটা বড় আকর্ষন ছিল এ কথা অস্বীকার করা কোন উপায় নেই। ঈদের নতুন জামা কাপড়, সালামী আর টিভি প্রোগ্রামই ছিল আমাদের সেইবেলার ঈদের আনন্দ। এখন আর কেউ আমাকে সালামী দেয় না।

আমিই সবাইকে দেই। আমার খুব ভালো লাগে। আমি আমার বোনকে, আমার স্ত্রীকে, আমার সন্তানদের, আমার সব কাজিন আর আশে পাশে ছোট ছোট ছেলে মেয়েদের, বাসার কাজের বুয়াকে সালামী দেই। এর বদলে কিন্তু আমি কখনই তাদের কাছ থেকে পায়ে ছুঁয়ে ছালাম নেই না (এটা আমি অপছন্দ করি না)। এই সালামী দেয়াটা আমার কাছে একটা প্রতীকি শুভেচ্ছা বলে মনে হয়।

কিন্তু যারা আমার কাছ থেকে অনেক দুরে থাকে তাদেরকে মোবাইল টক টাইম সালামী দেই। নামাজের পরপরই পৌঁছে দেই তাদের সালামী। বেশ কয়েক বছর থেকে আমি এভাবে সালামী দিচ্ছি। তারাও বেশ খুশি, যেমন আমার শ্যালক আর কাজিনদের এই ভাবে সালামী পৌঁছে দেই। আজ সকালে একটা ২০ টাকার নতুন নোটের পুরো বান্ডিল পেলাম।

আমার এক সিনিয়র বসের থ্রুতে। উনার ওয়াইফ ব্যাংকে চাকুরী করেন। উনি আমাদের জন্য আগে ব্যাংকে রিকুইজিশন দিয়ে রেখেছিলেন। ১০০ টাকার কিছু নতুন নোট দরকার। আর এই ঈদ উপলক্ষে সরকার সব ব্যাংকের মাধ্যমে বেশ কিছু নতুন টাকা বাজারে ছাড়ে।

এই লেখা লিখার সময় আমি নষ্টালজিয়ায় নিমজ্জিত হলাম। কেমন সুন্দর ছিল আমার সেই ছোটবেলার ঈদগুলো। কত আনন্দ, কত হাসি, আর কত মজা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.