আমরা বাঙালিরা বড়ই সভ্য! আমাদের শ্রমিকেরা প্রতিনিয়ত যাপন করে পশুর জীবন অথচ আমরা কাব্য করে বলি মানবেতর জীবন। মিল মালিকের ঠাপে অনেক আগেই মারা গ্যাছে আমাদের শ্রমিকেরা অথচ কাফনের কাপড় গাএ চড়িয়ে শ্রমিকরা যেদিন আত্নহত্যা করেত গেল সভ্য আমরা সেদিন বুঝলাম আমাদের শ্রমিকেরা জীবনমৃত!
চারপাশের কলগুলোতে মরে থাকা এত এত লাশগুলোর ভার কে নেবে? আমাদের রাষ্ট্রপধান কি নেবে এই সব মৃত শ্রমিকদের দায়ভার। লাশগুলোকে ফেল আসবে বুড়িগঙ্গায়! তার পর নামসাকিনহীন এই সব শ্রমিকের দেহ চুষে খাবে শকুনেরা। শিয়ালেরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।