১২২) দু'চোখ পুড়ে যায়
দু'চোখ পুড়ে যায়।
কি যেনো ঝাপসা করে দেয় দৃষ্টিকে।
আলোর মত কিছু কোন কিছু।
বকুল গন্ধে বন্যার মত সুষমা ছড়ায়
স্মৃতির সুখপাখি।
মনের বিজন ঘরে অর্গল তুলে দেয় কে যেনো!
আত্মার মত আপন কেউ কি!
সুরের মূর্ছণায় ছুঁয়ে যায় সে
এক ,দুই ,তিন করে অজস্রবার মনের ঘর।
জানালার বাইরে যতটুকু আকাশ
নীল সাদা মেঘেদের দল উড়ে উড়ে যায়।
জানালার পাশে পড়ে থাকা দু'চোখ
তাতে অপেক্ষার নিঝুম বসতি।
ধোঁয়ার কত উড়ে আসে কত কিছু।
ঝাপসা হয়ে যায় চোখের তারা।
আকাশের দিকে তাকাতেই কার জন্য যেনো
অভিমান ফিরে ফিরে আসে।
একটা ঘুঘু ডাকে অবিরাম দুর বহুদুর থেকে
উদাসী মনে কিসের কাঁপন।
কে যে কার প্রতীক্ষায় থাকে।
ঘুঘু নাকি বন্ধ দরজার ভিতর কেউ!
নির্জন দুপুর ছুঁয়ে জানালার পাশে
বসে থাকে যে ।
অপেক্ষার দীর্ঘ ছায়ায় তার
দু'চোখ পুড়ে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।