আমি সাধারন
ফুটপাতে জিনিষ বিক্রি কোনো নতুন ঘটনা নয়। একটা চাদর বিছিয়ে বিক্রয়সামগ্রী'র পসরা সাজিয়ে ফুটপাতের দোকানদার তার দোকান খুলেন, ব্যবসা করেন। .... সেদিন রাস্তায় চলতে গিয়ে দেখলাম এইরকম:
কেউ র্যাক এর উপর জিনিষ রেখে বিক্রি করছে...
কেউ করছে মোড়ার উপর রেখে....
দেখতে ভালো লাগলো। ..... আসলে, মানুষ তার প্রয়োজন অনুযায়ী ঠিকই নিজেকে fit করে, adapt করে পারিপার্শিকতার সাথে। আগে যেটা চাদর বিছিয়ে হতো, সেটা এখন একটু ভিন্নভাবে। সেটা বৃষ্টির মৌসুম বলে হতে পারে, অথবা অন্য কোনো কারনে। বড় বা ছোট ব্যাবসায়ী, ধনকুবের কি অর্থ-বিত্তহীন - সবাই তার নিজস্ব পরিসরে বেচে থাকছে নিজের ক্ষমতা অনুযায়ী সংগ্রাম করে....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।