আমাদের কথা খুঁজে নিন

   

নতুন সামহোয়্যারের রিভিউ: উচ্চাকাঙ্খী, নতুনত্য যুক্ত ও খানিকটা অপরিণত

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
১. ক্রমানুসারে পোস্ট পাতাটাই ডিফল্ট হওয়া উচিৎ ছিল.........সামহয়ার তো কচি বাচ্চাদের জায়গা না....... ২. প্রথম পাতায় ক্যালেন্ডার অর্থাৎ তারিখ অনুযায়ী পোস্টের ফিচারটা ভালো লেগেছে ৩. "অনলাইনে আছেন" তালিকায় শুধু প্রোফাইলের ছবি দেখো যাচ্ছে......নিক দেখা যায় শুধুমাত্র মাউস পোফাইল পিকচারের উপর কিছুক্ষন রাখলে.......খুবই অসুবিধাজনক......এটা করে প্রথম পাতার লোড হওয়ার সময়ও বাড়িয়ে দেয়া হলো......সম্ভব হলে পিকচার এবং নিক দু'টাই দেখা যাওয়ার সুবিধা দেয়া হোক.....না হলে আগেরটাই ভালো ছিলো........ ৪. "পোস্ট আপত্তিকর" ফিচারটি ফিরিয়ে আনাতে স্বস্তি বোধ করছি........ ৫. কোন এক অজানা কারনে কোন পোস্টে কমেন্ট লিখতে গেলে "বিজয়" কাজ করছে না। ৬. মোডারেশন স্ট্যাটাস বিষয়টা আরো দেখেশুনে বলতে হবে কেমন.....আইডিয়া মন্দ না.....তবে কোন ভুল হলে গন্ডগোল লেগে যাবে.......অনেকে অপমানিত বোধও করতে পারেন। ৭. নতুন পোস্ট লিখতে গেলে ইংলিশ কি-বোর্ড কাজ করছে না।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.