আমাদের কথা খুঁজে নিন

   

সত্যের কথাকই ন্যাংটা করি চান্দের জোছনায়...(রি পোস্ট)

সুন্দর সমর

সত্যের কথাকই ন্যাংটা করি চান্দের জোছনায়... মকবুল এই পুর্ণিমার রাতে এই গান গাইত গলা ফাটাইয়া, শেষের দিকে অবশ্য মকবুলের গলায় আর কোনও জোর আছিল না। ভাত খায়না দিনের পর দিন পরনের লুংগি ছিড়া গেছে, সোনার বাংলা বংগবন্ধু সবই দেখা যায়, খায় ফ্যান কনতো মিয়া ভাই তখন কি গলার গানে জোর থাকব নিজেই কইত এই কথা বিড় বিড় করে। আম্মা একবার একবাটি ভাত দিয়ে বলল, যা তো বাবা মকবুলকে দিয়ে আয়, আম্মার চোখের আড়াল হয়ে সেই ভাত আমিই অধের্ক খেয়েছি, সে কথা অনেক পরে আম্মার কাছে স্বীকার করেছিলাম। আম্মা শুনে কাদতে শুরু করে দিল। হায়রে কি দিন আছিল, ৭৪ গজবখোরের রাজত্বের দিন, মানুষ মরার দিন, ফ্যান খাওয়ার দিন। কিন্তু যারা বাংলাদেশের বুকে এমন দুর্ভিক্ষের দেওডারে ছাইড়্যা দিছিলো তাগো তো কোনো বিচার হইল না? আম্মারে আমি কি করে রাজনীতি বোঝাবো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।