আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছেলের রোজা রাখা

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

আমার পুত্রধন খেতে চায়না কিছুই (মায়েদের কমন অভিযোগ )।আজ নাস্তা নিয়ে পিছে ঘুরে হয়রান অন্যদিনের মত । সকাল আটটায় বললাম ,আজ তোমাকে রোজা রাখতেই হবে ,পাচঁবছর বয়স হল খেয়াল আছে ?চিন্তিত মনে হল তাকে।বললাম ,তাড়াতাড়ি সেহেরী খাও,সাড়ে আটটা পর্যন্ত সময় তোমার ,এরপর খাওয়া যাবেনা ,যোহরের আজানের সময় ইফতারী খেতে হবে,দেখ না আমরা সন্ধ্যায় আজান শুনে ইফতারী খাই ।কাজ হল কথায় ,অবাক করে দিয়ে অনেকটা খাদ্যবস্তু গলাধঃকরন করল ।দুপুরে সপিং এ ছিলাম ,ওর কষ্ট হচ্ছে ভেবে সাথে থাকা পানি খেতে বললে ছেলে জানতে চায় আজান দিয়েছে কিনা ,কারন রোজা নষ্ট করতে নাকি চায়না সে ।ভাগ্য ভাল যোহরের আজান তখন দিয়েছে ,তাই পানি খেল ।তার সাথে ফাকিঁ ফাকিঁ খেলা ভাল লাগেনি ,তবে সকালে ঠিকমত খেয়েছে দেখে নিজেকে মাফ করে দিয়েছি। আপনারাও আমাকে না ,তার মাকে কনসিডার করবেন আশা করি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।