Sad Cafe
পয়সার শব্দে হেসে ওঠে বিমর্ষ ভূ-গোল
পকেটের খুচরো পয়সায় ভর করে ভেঙ্গে যায় নিরবতা,
গারদের প্রহরীগুলো কিছু অসংশ্লেষ হেসে ওঠে ।
পায়রা ওড়ানো মাঠে অনেক ডানার শব্দে ভেঙ্গে পড়ে
আমাদের পরিমিতিবোধ, একেকটা বিপন্ন শহরতলী।
পারদাসক্ত আয়নার গান শিখে নেয় সার্কাসফেরত
সুদক্ষ ক্লাউনের দল। তাদের স্মিতহাস্যে ফুটে ওঠে
নগরজীবন, পরিমিতি।
তাদের খনখনে হাসির ভেতর শুধু রূপোরঙা পয়সার
শব্দ শোনা যায়, গান শোনা যায়।
-----------------
আন্দালীব
(আজকে হঠাৎই এই লেখাটা পাওয়া গেলো। মাস-দুই
আগের লেখা, হাল্কা এডিট করে নিবেদন করা হলো। )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।