আমি একজন সাধারন ব্লগার এবং সামুর ভাষায় সেফ/নিরাপদ ব্লগার। .... ছোটবেলায় বাবা মায়ের সাথে জ়েলা শহরের স্টেডিয়ামে টিকেট কেটে সার্কাস দেখতে যেতাম। সার্কাসের ক্লাউনরা বাদর ঝোলার মত করে একটা খেলা দেখাত। অনেক উচুতে দড়ির উপরে উল্টো করে দুইপাশে দুটো ক্লাউন ঝুলত। আর ১টা বা ২ টা বাচ্চা থাকত, যাদেরকে একপাশ থেকে ছুড়ে অন্যপাশে মারা হত।
তখন ঐ বাচ্চাদের চেহারা হত ভয়ংকর । চোখে ভয় খেলা করত সব সময়।
অনেকদিন টিকেট কেটে সার্কাস দেখা হয় না। দরকারও পড়ে না। কারন, এখন প্রতিনিয়তই সার্কাস মঞ্চস্থ হচ্ছে সাড়া দেশজুড়ে।
সার্কাসের দুই ক্লাউনের মত দড়ির দুইপাশে ঝুলে আছে দুটি বড় জ়োট। আর আমাদের অবস্থা ঐ ছূড়ে মারা বাচ্চাদের মতই ভয়ংকর। ভয়ে ভয়ে এপাশ ওপাশ করে কাটছে। আর কোনভাবে একবার পড়ে গেলেই শেষ। অবস্থা বিশ্বজিত হয়ে ্যাবে।
প্রত্যেকটা রাজণৈতীক চরিত্রই এখন আমার কাছে ক্লাউন মনে হয়। যারা শুধু বিনোদন দিয়ে যাচ্ছে দিনের পর দিন। বিনে টিকেটে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।