আমাদের কথা খুঁজে নিন

   

নতুন খেলনার নয়া নয়া মাস্তি

একট হাসি, অলস দুপুর, এক ফোঁটায় জলের পুকুর।

নতুন খেলনা পেলে যা হয় আরকি, সারাদিন তা নিয়েই গুঁতোগুঁতি, আমারও তাই এখন। ল্যাপটপে জুম নেয়ার পর থেকে আমি এখন সারাদিন অনলাইন। অবশ্য আগেও যে তা থেকে যে খুব কম কিছু থাকতাম এমন না। ব্রডব্যান্ডের কল্যাণে বাসায় যতক্ষণ থাকতাম ততক্ষণ অনলাইন থাকা হত, কিংবা যতক্ষণ পাওয়ার থাকে... কিন্তু এখন আমি আমার ক্লাশে।

কাজের ফাঁকে ষ্টুডিওতে বসে, জুম চাষ করি । জিনিযটা খারাপ না। এখন বাসায় ফেরার একমাত্র প্রয়োজন হইলো আম্মার সাথে দেখা করা। আম্মা টের পাইলে অবশ্য খবর আছে। এমনিতেই আর্কিতে ঢুকার পরে বাসা কি জিনিস আমি মোদটের উপর খেয়ে বসে আছি... বাসায় থাকলেও অনলাইনে... যা হোক, বৃষ্টি হচ্ছে।

ভিজবো নাকি ভিজবো না?? একটু পরে ক্লাশ শুরু, ম্যাডাম আসলে ভিজতে বের হয়ে যাওয়া যায়। কিন্তু একা ভালো লাগবে না। ফোর্থ ইয়ারে উঠে সবারই বড় বড় ভাব উঠসে, কেউ এখন ভিজবে না। ধুসসসসসসসসস.....


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.