চট্টগ্রামে গাড়ি আমদানীর বিলাসিতা
শফিউল আলম
বেসামাল বাজারের আগুনে দেশের সাধারণ নিম্ম ও মধ্যবিত্ত পরিবারের পোষ্যদের দু'বেলা মুখের আহার জোটানো রোজকার প্রাণান্তকর জীবনসংগ্রামের অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তখন গুটিকয়েক লোকের বিলাসবহুল জীবনযাপনের সব উপায়-উপকরণ আমদানি করে যথেচ্ছ চাহিদ পূরণই শুধু নয়, রাজস্ব গচ্ছা দিয়ে ওদেরকেই আর লাভবান করার জন্য চলছে নানামুখী আবদার। এর মধ্যে অতীতের সব রেকর্ড অতিক্রম করে চলেছে কার, জিপ, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের মোটর গাড়ি আমদানীর মহাবিলাস। এর নেপথ্যে সক্রিয় রয়েছে সেই আগের অত্যন্ত প্রতাপশালী একটি বণিক সিন্ডিকেটঅ বর্তমানে চট্টগ্রাম বন্দরের ভেতরে সাড়ে ৪ হাজার এবং একটি জাহাজে ১৪শ মিলে কমপক্ষে ৫শ কোটি টাকা মূল্যের প্রায় ৬ হাজার আমদানীকৃত গাড়ির মজুদ সৃষ্টি হয়েছে। এভাবে গহ ৮ মাসে প্রায় ১ হাজার ৮শ কোটি টাকা মূল্যের ২১ হাজার গাড়ি চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানী করা হয়েছে। বহরে বহরে আনীত গাড়ীর একট উল্লেখযোগ্য অংশ হলো বিলাসবহুল বিভিন্ন নামী-দামী মডেলের গাড়ী।
এই লেখাটি একটি দৈনিক পত্রিকা থেকে নেওয়া হয়েছে। বিস্তারিত
Click This Link
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।