আমাদের কথা খুঁজে নিন

   

শিবির ইবনে পাঞ্জাবি

আমি একজন সাধারন নাগরিক এই নগরে আমার থাকা বা না থাকায় কারো যায় বা আসেনা! কিন্তু যখন আমি একজন নাগরিক তখন আমারও কিছু অধিকার আছে, কিছু বলারও থাকতে পারে। আবার যখন আমি নিজেকে সুন্নি মুসলিম বলবো তখন আমাকে কিছু আকিদা বা বিশ্বাস ধারন করে থাকতে হয়। যদিও আমি একজন তরুণ যুবক মাত্র তাই আমার পক্ষ্যে অসিয়ত করা বাহুল্য ও হাস্যকর আর নসিহত করায় ভাব গাম্ভীর্য আসবেনা তারপরেও সাবধানতা বশত একজন নাগরিক একজন সুন্নি মুসলিম হিসেবে আমার অসিয়ত যা অন্য কারো জন্য নসিহতও হতে পারে,আর আমার সেই অসিয়ত ও নসিহত হল 'আমার জানাজায় ও কবরে যেন কোন মউদুদি পন্থি, জামাত ই ইসলামি সমর্থক ও ছাত্র শিবিরের (শিবির ইবনে পাঞ্জাবি) সদস্য অংশগ্রহণ ও আগমন না করে'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.