আমাদের কথা খুঁজে নিন

   

দৈনিকে সংবাদ নামক খাদ্যের ব্যবচ্ছেদ

ছোট্ট একটি স্বপ্ন; হয়তো আকাশ ছোঁবে একদিন...

এখন দেশ গরম। তাই সংবাদপত্র গরম! সংবাদপত্রের প্রতিটি পাতা উত্তপ্ত কড়াই! লাল-লাল অরে ঝলসানো খবর। লোভাতুর পাঠক ঝলসানো খবর চেটেপুটে খায়; জাবর কাটে;ঢেকুর তোলে। কিন্তু লালায়িত পাঠক কী পড়ে সংবাদপত্রে, কী ছাপা হয় সংবাদপত্রে? মাত্র একদিনের ১৬ টি দৈনিক সংবাদপত্রের প্রথম ও শেষ পাতার সংবাদের শতকরা হিসাব করলে দেখা যাবে সংবাদদাতারা সম্পাদকেরা কী গেলাচ্ছেন, সচেতন পাঠকেরা কী গিলছেন? গত ২৯ আগস্ট, ২০০৮ তারিখের ১৬* টি দৈনিকে ছাপা হয় ৩৬৪ টি সংবাদ। এর ভেতরে রাজনীতি সংক্রান্ত খবর ২৭.৭৫%, কৃষি ০.৫৫% ।

দেখে মনে হয় কৃষি নয় রাজনীতি নির্ভর বাংলাদেশ! আন্তর্জাতিক সংবাদ ১১.৫৪%, জাতীয় ৮.৫২%, আঞ্চলিক ২.৭৫%। জাতীয় আঞ্চলিক বিষয় বড়ই অবহেলিত। অপরাধ সংবাদ হচ্ছে ৯.০৭%, আইনশৃঙ্খলা বিষয়ক সংবাদ ১.৩৭%। আইন শৃঙ্খলা শক্ত বটে! নির্বাচন সংক্রান্ত সংবাদ ৪.৪০%, শিা ১.৩৭%। শিা নয়, নির্বাচন চাই ।

চাই-ই চাই। *আজাদী, আমার দেশ, ইত্তেফাক, ইনকিলাব, কর্ণফুলী, জনকন্ঠ, দিনকাল, নয়াদিগন্ত, পূর্বকোন, প্রথম আলো, ভোরের কাগজ, যুগান্তর,মানব জমিন, যায় যায় দিন, সংগ্রাম, সুপ্রভাত বাংলাদেশ। মাঈনউদ্দিন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যোগাযোগ : মুঠোফোন: ০১৫৫৫০০৩১৬১,০১৭২৭৮৪৫৫৫৫

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.