দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনে ‘পিংক সিটির জঙ্গী ঘা্টি থেকে সশস্ত্র হামলা, শিবির ক্যাডার গ্রেফতার' ও ‘ফের দখলচেষ্টা পিংক সিটির সন্ত্রাসীদের' শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ।
এক যৌথ প্রতিবাদ বার্তায় শিবির সভাপতি ডা. মো. ফখরুদ্দিন মানিক ও সেক্রেটারি জেনারেল মো. দেলাওয়ার হোসেন বলেন, ছাত্রশিবির এ দেশের একটি নিয়মতান্ত্রিক ছাত্র সংগঠন। ছাত্রদের দ্বারা পরিচালিত এ সংগঠনের কারোর সাথেই বসুন্ধরা-পিংক সিটির সংঘর্ষে যুক্ত কোন ব্যক্তির ন্যূনতম সম্পর্ক নেই। নিজদের স্বার্থ হাসিলের লক্ষে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করা হয়েছে বলে আমরা মনে করি। তারা বলেন, ছাত্রশিবিরের কার্যক্রম রাজধানীসহ দেশের সব জেলায় নিজদের কার্যালয় থেকেই সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে।
হাস্যকরভাবে ‘পিংক সিটিকে শিবিরের জঙ্গি ঘাঁটি' উল্লেখের মাধ্যমে সংবাদের অসৎ উদ্দেশ্যই প্রমাণিত হয়েছে। জনপ্রিয় এ সংগঠনের আলাদাভাবে ঘাঁটি তৈরির তাই প্রশ্নই আসে না। তাছাড়া বসুন্ধরার পক্ষ থেকেও শিবিরকে জড়িয়ে গণমাধ্যমকে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট।
নেতৃবৃন্দ ভবিষ্যতে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে ও সংবাদ পরিবেশনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে সংশ্লিষ্ট প্রতিবেদক ও পত্রিকার প্রতি আহবান জানান।
জনকণ্ঠের সংবাদের প্রতিবাদ
গত ৫ অক্টোবর দৈনিক জনকণ্ঠে ‘আন্ডারগ্রাউন্ডে ৫ হাজার শিবির ক্যাডার, যুদ্ধাপরাধী বিচার বানচালের পরিকল্পনা' শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রশিবির নেতৃবৃন্দ।
এক যৌথ প্রতিবাদ বার্তায় শিবির সভাপতি ডা. মো. ফখরুদ্দিন মানিক ও সেক্রেটারি জেনারেল মো. দেলাওয়ার হোসেন বলেন, দৈনিক জনকণ্ঠে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কোন ধরনের প্রমাণ ছাড়া শিবিরকে জড়িয়ে এ ধরনের শিরোনামে প্রকাশিত সংবাদে আমরা বিস্মিত। সংবাদের শিরোনামে যদিও আন্ডারগ্রাউন্ডে ৫ হাজার শিবির ক্যাডার লেখা হয়েছে, কিন্তু ভিতরে বিস্তারিত কোন বর্ণনাই নেই। সংবাদে হুমায়ুন আজাদকে হত্যার সময়কালীন ঘটনা উল্লেখ করে একটি বানোয়াট গল্প সাজানো হয়েছে। উল্লেখিত জেএমবি কমান্ডার আতাউর রহমান সানিসহ অন্যান্যের সাথে শিবিরের দূরতম কোন সম্পর্ক নেই।
একটি জনপ্রিয় ছাত্রসংগঠনের ইমজকে ক্ষুণ্ণ করতেই এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে বলে আমরা মনে করি।
নেতৃবৃন্দ ভবিষ্যতে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে ও সংবাদ পরিবেশনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে সংশ্লিষ্ট প্রতিবেদক ও পত্রিকার প্রতি আহবান জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।