আমাদের কথা খুঁজে নিন

   

বিভিন্ন জাতীয় দৈনিকে এ সপ্তাহে প্রকাশিত নারীর অর্জন-হতাশার খবর

বাংলাদেশকে নিয়ে শংকিত

* কাজের উদ্দেশ্যে বিদেশ যেতে ইচ্ছুক দুই থেকে চার লাখ টাকার স্থলে মাত্র ১৫ হাজার টাকা অভিবাসন ব্যয়ে কাজ নিয়ে বিদেশে যেতে পারবেন। সরাসরি সরকারি তত্ত্বাবধানে বিদেশে পাঠানোর এ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। * চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুনকে চাকরিচ্যুত করা হয়েছে। * রাজধানীতে আজমেরি (২৫) নামে এক নারীকে তাঁর সাবেক স্বামী রুবেল (৩৫) শরীরে কেরোসিন ঢেলে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। * গাজীপুরের টঙ্গীতে ছুরিকাঘাতে নিহত হয়েছে নাসরিন সুলতানা নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রী।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে ওমর ফারুক (২৭) মেয়েটির বাড়িতে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটায় বলে জানা গেছে। অভিযুক্ত ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় টঙ্গী থানার পুলিশ। * রাজশাহী নগরীর একটি ছাত্রীহোস্টেল থেকে লাবণী (২২) নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাবণী রাজশাহী কলেজের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে বোয়ালিয়া থানার পুলিশ।

* মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বারৈখালী গ্রামের দশম শ্রেণীর ছাত্রী সিনথিয়া (১৬) স্থানীয় জাহাঙ্গীরের (২২) উত্ত্যক্ততা থেকে রেহাই পেতে অবশেষে আত্মহননের পথ বেছে নিয়েছে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক। * রাজধানীর মোহাম্মদপুরে মহসিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। দাম্পত্য কলহের জের ধরে মহসিনা আত্মহত্যা করেছেন বলে জানা যায়।

* কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ডাকরা গ্রামে প্রতিমা রানী দেবনাথ (২৪) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। যৌতুকের জন্য প্রতিমার স্বামী নারায়ণ চন্দ্র দেবনাথ ও হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে এলাকাবাসী জানায়। নারায়ণকে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বলে জানা যায়। * পুরান ঢাকার বংশালে যৌতুক না পেয়ে আফরিন সুলতানা (২৫) নামে এক গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। আফরিন মারাত্মক দগ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

* নরসিংদীর রায়পুরা উপজেলার তিরপুর গ্রামে রাজিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে রাজিয়ার স্বামী মোরশেদ মিয়াসহ শ্বশুরবাড়ির লোকজন নিখোঁজ রয়েছে। * চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামে আয়েশা আক্তার (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আয়েশার স্বামী পলাশ দাবি করছেন, পেটের পীড়ায় আয়েশার মৃত্যু হয়েছে। আয়েশার পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সুত্রঃ কালের কন্ঠ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.