আমাদের কথা খুঁজে নিন

   

কক্সবাজার, সুন্দরবন ও পর্যটনের সম্ভাবনা



সুইজারল্যান্ডভিত্তিক বেসরকারি সংগঠন নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের ৭টি স্থানকে নির্বাচন করার জন্য প্রাথমিকভাবে ২০০৮-এর ডিসেম্বর পর্যন্ত ওয়েব সাইটের মাধ্যমে ভোট দেয়ার ব্যবস্থা করেছে। শুরু থেকেই কক্সবাজার প্রথম ও সুন্দরবন দ্বিতীয় অবস্থানে ছিল। কিন্তু দুঃখের বিষয়, সাপোর্টিং কমিটি না থাকার কারণে সুন্দরবন তালিকা থেকে বাদ পড়ে। পরবর্তী সময় কমিটি গঠন করার পর আবারো প্রথমে ৩য় স্থান এবং পরে ২য় স্থানে অবস্থান করে। উল্লেখ্য যে, মোট ৭৭টি স্থান সপ্তাশ্চর্য নির্বাচনের জন্য প্রাথমিকভাবে তালিকাভুক্ত হয়েছে।

২০০৭ সালের জুলাই মাসে ৭টি সপ্তাশ্চর্য নির্বাচনের পর বর্তমানে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন প্রক্রিয়া চলছে। আমাদের সৌভাগ্য যে, ব-দ্বীপ এলাকার এ ছোট দেশটিকে এতদিন বিশ্ববাসী জানতো বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে। অথচ প্রকৃতির শ্রেষ্ঠ ২টি উপাদান কক্সবাজার এবং সুন্দরবন এখন তালিকায় ১ম ও ২য় স্থানে অবস্থান করছে। আমাদের অবস্থাও তদ্রুপ। এদেশের বহু বিত্তবান আছেন, যারা বিভিন্ন ছুটিতে পৃথিবীর বিভিন্ন স্থানে বেড়াতে যান।

পরে বিভিন্ন অনুষ্ঠান, সেমিনারে সেসব স্থানের সৌন্দর্যের বর্ণনা করে আত্মতৃপ্তি পান। কিন্তু কেউ কি বলতে পারবেন কক্সবাজারের সাগরের এমন গর্জন পৃথিবীর অন্য কোথাও আছে? কেওড়া সারির গহীন বন, যার মাঝে ছোট ছোট নদী- এমন বনও পৃথিবীতে দুর্লভ। কবির ভাষায় বলতে হয়- দেখিতে গিয়াছি পর্বতমালা/ দেখিতে গিয়াছি সিন্ধু/ দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/ একটি ধানের শীষের উপর/ একটি শিশির বিন্দু। আমাদের সবার উচিত সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের নিয়ম মেনে ভোট দেয়া। মনে রাখতে হবে সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন-এর সঙ্গে চুক্তিবদ্ধ ও লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি ছাড়া ব্যক্তিগত ও বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় কোনো প্রকার বিপণন, যোগাযোগ, বিজ্ঞাপন ও বিক্রয় উন্নয়ন এবং এ ধরনের কোনো প্রচেষ্টা চালাতে পারবে না।

যদি সত্যি সত্যি কক্সবাজার ও সুন্দরবনকে আমরা প্রথম ও দ্বিতীয় স্থানে ধরে রাখতে পারি তাহলে খুব শীঘ্রই বিভিন্ন দেশের পর্যটক হুমড়ি খেয়ে পড়বে আমাদের দেশে। কিন্তু আমাদের কি তেমন আবাসন, রুচিমাফিক খাবার, নিরাপত্তা ও বিনোদনের যথেষ্ট ব্যবস্থা রয়েছে? আধুনিকমানের হোটেল, মোটেল, কটেজ, নিরাপত্তা ও বিনোদন দিতে পারলেই পর্যটকগণ একবার নয়, এ দেশে আসবে বারবার। এ দেশের ঐতিহ্য, সংস্কৃতির প্রশংসা থাকবে তাদের মুখে মুখে। তখনই হবে আমাদের পর্যটনের প্রকৃত সার্থকতা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।