আমাদের কথা খুঁজে নিন

   

কী লিখছি আমি!

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

বুঝি, আগুন আমার মাঝেই ছাইগুলো সব স্বপ্নের.. অবিরাম পথ চলায় ভোর কখন হয়? আধাঁর সর্বময় অধিকার বঞ্চিত সর্বহারার মতো সূর্যাস্তে কাঙালের দৃষ্টির শুন্যতা! না পাওয়ার শোক মুছে যায় হারানোর দায়বদ্ধতা ভুলে। যখন মত্ত এক উন্মাদ আমি নিমজ্জিত অনুভূতির মায়ায়, সাথে থাকে পাষাণের ছায়া! চাওয়ার পাট চুকিয়ে দিয়ে যা পাই, কোনো দুঃখ নেই। তবুও সত্তা জুড়ে হাহাকার সর্বাঙ্গে, কোষে কোষে ক্লান্তি নিউরণে মননশীল জড়তা, আর ভীষন করে মন খারাপ! অগম পথ চলার মাতালতায় সকাল বিকেল সন্ধ্যার ন্যায় ভোর দুপুর রাতও অর্বাচীন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।