আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতিবিদদের গ্রেফতার করা হয়েছিলো কেন?এরপরইবা হবে কি ?



গত কয়েকদিন ধরে বেশ কয়েকজন ডাসা ডাসা রাজনীতিবিদদের গড়ে হরিবল দিয়ে মুক্তি দেয়া হচ্ছে । তাদের গ্রেফতারের পর তাদের যত অপকর্মের কথা শোনা গিয়েছিলো তাতে এত দ্রুত তাদের মুক্তি পাওয়ার কথা নয়। তাছাড়া এসব নেতারা জেল জীবনটাকে হাসপাতাল জীবন হিসাবে কাটিয়ে দিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছেন । তারপর চলছে যত্ন-আত্তি । কেউ কেউ চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন।

বিদেশ গেলে যে তারা সুস্থ হবেন বা বাংলাদেশে থাকলে যে তারা সুস্থ হবেন না এমন কথা কে বললো?যে দেশের সিংহভাগ মানুষ দারিদ্রসীমার নীচে বাস করে ,৫০ টাকা কেজি চাল কিনে খেতে পারেনা সে দেশের নেতা নেত্রীদের এই ঠসক মানায়না। সবচে" বড় কথাহচ্ছে তাদের মুখ দেখাতে লজ্জা করেনা? এর পরের কথাহচ্ছে যেসব নেতারা চিকিৎসার নামে বিদেশে পাড়ি জমাচ্ছে তাদের টাকার যোগান তেদবে কে? এ টাকাতো কোন ব্যাংকের দেয়ার নিয়ম নেই । তাহলে হাসপাতালবা জেল পর্ব শেষে যারা দেশের চিকিৎসা না নিয়ে তথাকথিত জেল পরবর্তী হানিমুনে যাচ্ছেন তারা জনগনকে কি বলে যাচ্ছেন? চলতি সরকার দুর্নীতিবাজ নেতাদের গ্রেফতার বা ক্রসফায়ার কর্মসূচীর মধ্য দিয়ে যাদের সমর্থন আদায় করেছিল তাও ভেস্তে গেল। এখন দ্রব্যমূল্যকে মুক্তি না দিলে দুর্ভিক্ষ অত্যাসন্ন। এরপর বানে ভাসছে দেশ ।

সরকারের মাথাব্যথা নেই । তাহলে এর পরের নাটকটা কি? সরকার এ ব্যাপারে আর কোন পদক্ষপ নেবে কী? নাকি উদ্দেশ্য- বিধেয় সব শেষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.