ব্লগ যথাররিতী পরীক্ষা চলতেছে । সবাই মনোযোগ সহকারে লেখছিল ( এর কারন অবশ্য হলে কড়া স্যার ) যাই হোক আমি মনের সুখে লেখতেছি এমন সময় আমি প্রশ্নে একটা ভুল আবিষ্কার করলাম তই দোস্তেরে কইলাম এত নাম্বার প্রশ্নের ঘটনা কী ? সে কইল স্যার রে কইতে (সবাই এইটাকে এড়িয়ে যাওয়ায় আমি স্যারকে বলতে কিছুটা বিব্রত হইতেছিলাম ) হেরপর....... কী রনি কিছু বলবা ? না মানে স্যার এই প্রশ্নটা সঠিক না আর একটু ভেজাল আছে তাই বুঝতে সমস্যা হইতেছে ! দেখখিতো কি সসম্যা ! আরে এইটা বুইঝা লইবার পার না ?আর এটা প্রিন্টারের ভুল আছে...... আমি বাড়তি কিছু না কইয়া ভালা পোলার মত বইয়া পড়লাম এখনআমার কথা হইল আমি মূহুতেই ভাবলাম এই টাইপ টা কি কম্পিউটার অপারেটর করছে নাকি প্রিন্টার করছে ??? আর তাকে যা বলা হবে তাই তো সে বাহির করবে নাকি ? দেখেন একটা জড় বস্তুরে কেমনে দোষ দিয়া দিল ।এইটা ভাইবা আমি মনে মনে কিছুক্ষন হাসলাম (যদিও এই মহৎ চিন্তা করবার লিগা আমার দুই তিন মিনিট লস হইসে )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।