mojnu@ymail.com
অনলাইন পত্রিকা ও বার্তা সংস্থা নোয়াখালী ওয়েবের মতো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওয়েবসাইটও দখল করে নিয়েছে হ্যাকাররা। ২০০৭ সালের ১৫ আগষ্ট বুধবার দেশীয় কিছু চোর আর আন্তর্জাতিক একজন হ্যাকারের কবলে পড়ে অনলাইন পত্রিকা নোয়াখালী ওয়েব। তখন এ ব্যাপারে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছিল, যার নং ১১০১, তারিখ : ১৮/১/২০০৭ ইং এবং ১৯/৮/২০০৭ ইং তারিখে র্যাব-৩ এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এছাড়া সেনাবাহিনী প্রধান জনাব জেনারেল মইন উ. আহম্মেদ এর দৃষ্টি আকর্ষণ করে চিঠি দেয়া হয়েছিল সেদিন। ২১ আগষ্ট দৈনিক যুগান্তর এবং ২২ আগষ্ট দৈনিক আমাদের সময়ে এ সংক্রান্ত সংবাদ বিশেষ গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছিল।
নোয়াখালী ওয়েব এর মত একটি সামাজিক সেবামূলক সাইট বন্ধ করে দেয়ার চেষ্টা বৃহত্তর নোয়াখালীবাসীর মানুষদের বিরুদ্ধে একটি আঘাত ছিল সেদিন। শুধু নোয়াখালী ওয়েব নয়, পরবর্তীতে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ওয়েবসাইট সহ বেশকিছু ওয়েবসাইট আক্রান্ত হওয়ার খবর পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কয়েকমাস আগে এক আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশে সাইবার ক্রাইমের ভয়াবহতা তুলে ধরা হয়েছিল। সে থেকে বোঝা বাংলাদেশ অনেক বেশি সাইবার হুমকির মুখে রয়েছে। এতকিছুর পরও আমাদের সরকারের বিষয়টা নিয়ে এখনো টনক নড়েনি।
এমতাবস্থায় সাইবার অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন প্রণয়ন সহ পর্যাপ্ত ব্যবস্থা না নিলে বাংলাদেশ যেকোন সময় সাইবার বিপর্যয়ের মুখে পড়বে বলে আশংকা বিশেষজ্ঞ মহলের।
http://www.noakhaliweb.com.bd
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।