আমি মানবতাবাদী
যে লোক ব্যক্তিগতভাবে শিষ্টাচারী নয়, তারও নাকি একটা রাজনৈতিক শিষ্টাচার থাকে। কিন্তু আমাদের অতি পরিচিত “মিট দ্য প্রেস নেতা” আশরাফ সাহেবের তাও নেই। যার কারণে একজন আধমরা মানুষের আইনি মুক্তিরও বিরোধিতা করেছে তারা। অথচ শেখ হাসিনার মুক্তিতে কারাবন্দী খালেদা জিয়া সহ বিএনপির সকল নেতা-কর্মী তাৎক্ষণিক আনন্দ প্রকাশ করেছে। সমর্থনের কথা বাদই দিলাম, অন্তত চুপ থাকার মতো উদারতা তো দেখাতে পারতেন আশরাফ সাহেবেরা। কিন্তু তারা তা পারে নি। অবশ্য তাদের কাছে উদারতার আশা করা নিষ্ফল, কারণ তারা তো সেই নেত্রীর স্নেহাধন্য, যার বিদেশফেরত ছেলে সমবয়সী তারেকের অভিবাদন বার্তাও গ্রহণ করার সৎ সাহস দেখাতে পারে নি। এটা যতক্ষণে লিখতে বসলাম ততক্ষণে তারেক রহমান মুক্তিও পেয়ে গেছে। এখন আশরাফ ও তার অনুসারীরা কি জলে ডুবে মরবেন না অন্তরের আগুনে পুড়ে দগ্ধ হবেন? এটা তাদের ব্যাপার কিন্ত আমাদের তো দুঃখ হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।