তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে প্রধান বিরোধী দল বিএনপির কঠোর আন্দোলনের হুমকি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আন্দোলন করে লাভ হবে না। যথাসময়ে সংবিধান মোতাবেক নির্বাচন হবে। আজ সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে বনানী কবরস্থানে নিহতদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
এসময় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি অসামপ্রদায়িক ও গণতানি্ত্রক বাংলাদেশ গড়তে সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে এক হতে হবে। জাতীয় শোক দিবসের শোককে আমাদের শক্তিতে রূপান্তরিত করতে হবে।
এ বছর শোক দিবসে বিরেধী ধলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন আনুষ্ঠানিক ভাবে পালন না করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও সময় শেষ হয়ে যায়নি, দেখা যাক তিনি কী করেন।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদষ্টো পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, ওয়াকার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।