ওই সভার আয়োজনকারীদের পক্ষে সিপিডির পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন, নির্বাচন নিয়ে বিশিষ্টজনদের আলোচনায় আওয়ামী লীগের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি বলে দলটির সাধারণ সম্পাদক যে মন্তব্য করেছেন, তা ‘সঠিক নয়’।
সিপিডির সঙ্গে ‘সঙ্কটে বাংলাদেশ, নাগরিক ভাবনা’ শীর্ষক ওই অনুষ্ঠানের সহ আয়োজক ছিল আইন ও সালিশ কেন্দ্র, সুজন ও টিআইবি। এতে সঙ্কট এড়িয়ে রাজনৈতিক সমঝোতার পথ প্রশস্ত করতে ৫ জানুয়ারির নির্বাচন স্থগিতের পরামর্শ দেয়া হয়।
ওই সভার আয়োজকদের নিয়ে সকালে শেখ হাসিনার সমালোচনার পর বিকালে এক সংবাদ সম্মেলনে আশরাফ বলেন, ওই আলোচনা সভায় একটি নির্দিষ্ট দলের সমর্থনকারীরাই অংশ নিয়ে নির্বাচন পেছানোর মতামত দিয়েছে।
“নির্বাচন নিয়ে শনিবারের আলোচনায় আওয়ামী লীগের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।
নাগরিক সমাজের একাংশের ব্যানারে আয়োজিত ওই আলোচনা সভা মূলত বিএনপি নেতাদের ছত্রচ্ছায়ায় আয়োজন করা হয়েছে। ”
তার বক্তব্যে আপত্তি জানিয়ে চার সংগঠনের বিবৃতিতে বলা হয়, এই অনুষ্ঠানে অংশ নিতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের সম্মতি দিয়েছিলেন। পরে তিনি অপারগতা জানান।
এরপর প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী এবং তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয় বলে বিবৃতিতে বলা হয়।
এছাড়া আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, মোহাম্মদ নাসিম, কে এম সফিউল্লাহ, নূহ-উল-আলম লেনিন, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, ফারুক খান, আব্দুর রাজ্জাক, সাবের হোসেন চৌধুরী, মেহের আফরোজ চুমকী, রহমত আলী, আসাদুজ্জামান নূর, ইসরাফিল আলম, সাগুফতা ইয়াসমিনকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে সিপিডি জানায়।
“অতএব,সিপিডি, আসক, টিআইবি ও সুজন কর্তৃক আয়োজিত শনিবারের সংলাপে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি – এ বক্তব্যটি সঠিক নয়। ”
ওই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী অংশ নেন।
আওয়ামী লীগের কেউ না থাকলেও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ছিলেন সভায়। তিনি সভায় বিভিন্ন জনের বক্তব্যের সমালোচনাও করেন।
আশরাফ বলেন, শনিবারের ওই আলোচনায় নির্বাচন পেছানোর যে দাবি জানানো হয়েছে, তা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং শিষ্টাচার বহির্ভূত।
“নির্বাচন পেছানোর দাবির মাধ্যমে মূলত নাগরিক সমাজের নামে প্রতিনিধিত্বকারী ওই একাংশের বিশিষ্টজনেরা বিএনপির মদদে আরেকটি ওয়ান ইলেভেনের পরিকল্পনা করছে। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।