আমাদের কথা খুঁজে নিন

   

কোন অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন? কিভাবে পিসিকে নিরাপদ রাখবেন?

!

আমার মতে, অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলোর ভিতরে সবচেয়ে ভালো দুটি হলো ১. kaspersky ২.BitDefender কিন্তু এই সফটওয়্যার গুলো ফ্রী না। আমার ব্যবহার করা সফটওয়্যার গুলোর ভিতরে সবচেয়ে ভালো ১. Avira ২.Avg free ৩.Avast Avg free এবং avast এই দুইটি আমাদের দেশে খুব জনপ্রিয় হলেও, আসলে এগুলো Avira এর মত অতটা ভাল না। আপনারা avira try করে দেখতে পারেন। আর শুধু antivirus সফটওয়্যার ব্যবহার করে পিসিকে নিরাপদ রাখতে পারবেন না। এ জন্য দরকার Antispyware সফটওয়্যার।

তবে ভালো Antispyware সফটওয়্যার পাওয়া বেশ কঠিন। আমি অনেকদিন ধরেই Spyware Terminator ব্যবহার করি। আমার দেখা সেরা Antispyware সফটওয়্যার। আর এটিও ফ্রী। এখানেই পিসি র নিরাপত্তা শেষ না।

যদি windows firewall ব্যবহার করে থাকেন, তাহলে আজি সেটা বাদ দিন। Comodo Firewall Pro আমার দেখা সেরা ফ্রী firewall সলুশন। আপনাদের মতামত জানালে ভাল লাগবে। ধন্যবাদ। বি।

দ্র। এটি আমার প্রথম পোস্ট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.