আমার প্রিয় মা, মাতৃভূমি
রক্তের মাঝে আছো তুমি
বিস্বাদ অগাধ দুঃখি তুমি
মাগো তুমি যে আজ বধ্যভূমি
ওরে নাঁক চাঁপা এক থুবরো ছেলে
দেশটাতো খেয়েছিলি গিলে
ওরে নষ্ট, পথভ্রষ্ঠ
আর কতকাল দিবি কষ্ঠ?
ওরে গুন্ডা, ওরে পান্ডা
তোদের হিসেব নেব ষোলগন্ডা
ওরে শকুন, নরমাংশখাদক
তোদের অনেক তল্পিবাহক
ওরে ছাগী, দুষ্ট গাভী
দেশকে কবে পরিত্রান দিবি?
ওরে ডাইনী, শয়তানের বোন
রাস্তায় কতো আর করবিরে খুন?
ওরে জারজ, নরপশুর দল
নির্লজ্জ বর্বর, কবে চুপ হবি বল?
ওরে মাতাল, ওরে বেহুশ
খেযেছিসতো গরীবের ঘূষ
ওরে পশু, রাজাকার বাহিনী
করেছিস অনেক চুরীর কাহীনি
ওরে চোর, ওরে লম্পট
জেলের বাইরে দিয়েছিস চম্পট
ওরে পাপী, দোযখের কীটপতন্গ
সাবধান হ্, আসছি নূতন প্রজন্ম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।