আমাদের কথা খুঁজে নিন

   

সম্প্রচার নীতিমালা ও ক্ষমতাসীন সরকার

গণমাধ্যমকর্মী, চেয়ারম্যান - উন্নয়নের জন্য প্রচারাভিযান, সদস্য সচিব - সম্মিলিত জলাধার রক্ষা আন্দোলন।
সম্প্রচার নীতিমালা চূড়ান্ত প্রায়। সাবাস সরকার। মুখে আমরা সব সময় অবাধ তথ্য প্রাবাহের কথা শুনলেও ভেতরে ভেতরে সম্প্রচার নীতিমালা তৈরি করে ফেলেছে। আর এই সম্প্রচার নীতিমালা বাস্তবায়িত হলে বন্ধ হয়ে যাবে টকশো জীবিদের ঝাল টক ও মিষ্টি কথা।

বা ভালো তো, ভালো না। মধ্যরাতের বুদ্ধিজীবি যাদের মুখে খৈ ফুটে আর আমরা যারা তা দেখি সব বন্ধ করে অন্তত ঘুমুতে পারবো। সরকার অন্তত আমাদের রাত জাগা থেকে একটু হলেও শান্তি দিয়েছে? তাড়া তাড়ি এই নীতিমালা বাস্তবায়ন করে তড়িঘড়ি বিদায়ে ঘণ্টা বাজিয়ে দিল আমলারা? সরকারের শীর্ষ কর্মকর্তারা তো মহাখুশি তাদের নিয়ে কেউ আর সমালোচনা করতে পারবে না। আর আমরা যারা আবোল তাবোল লেখা লেখি করি তাদের জন্য আইসিটি নীতিমালা তো মন্ত্রীসভা পাশ হয়ে গেছে। পুলিশ এখন পাগলা কুত্তার মতো আমাদের ধরার জন্য পিছুলাগবে এটাই সত্য।

[সম্প্রচার নীতিমালার পুরোটা পাবেন এইখানে]
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.