আমাদের কথা খুঁজে নিন

   

"সম্প্রচার আইন, ২০১১" Old wine in a new bottle!!!

ভিন্ন দৃষ্টি এ দেখি তেলেসমাতি কারবার! শুনেছিলাম শেখ মুজিবের আমলে একবার নাকি ৪টি পত্রিকা বাদে সব ধরনের প্রকাশনা ব্যান করা হয়েছিলো। এ যে Old wine in a new bottle!!! এত ঝামেলা না করে বিটিভি সহ আওয়ামিপন্থী কয়েকটি টিভি চ্যানেলগুলো রেখে বাকিগুলো ব্যান করে দিলেইতো হয়। After all বঙ্গবন্ধুতো এমনই স্বপ্ন দেখেছিলেন! "সম্প্রচার আইন, ২০১১" এর চৌদ্দটি ধারা তুলেদিলাম- ১. কোনো টেলিভিশন চ্যানেল বা সম্প্রচার মাধ্যম সরাসরি কোনো রাজনৈতিক দলের পক্ষে প্রচার চালাতে পারবে না। ২. বিভ্রান্তিকর তথ্য ছড়ায় এমন কোনো টক শো প্রচার করা যাবে না। ৩. জাতীয় আদর্শ বা জাতীয় নেতাদের সমালোচনা করা যাবে না।

৪. কোনো অনুষ্ঠানে জাতির জনকের সমালোচনা করা যাবে না। ৫. কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সমালোচনা করা যাবে না। ৬. জাতীয় আদর্শ ও লক্ষ্যের সমালোচনা করা যাবে না। ৭. সামরিক বা সরকারী কোনো তথ্য ফাস করা যাবে না। ৮. আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, এমন কোনো তথ্য প্রচার করা যাবে না।

৯. বন্ধুপ্রতিম কোনো রাষ্ট্রের সমালোচনা করা যাবে না। ১০. নারী পাচার, পতিতাবৃত্তি, ধর্ষণ ইত্যাদি বিষয়ে অনুষ্ঠান বা ইত্যাদি বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করা যাবে না। ১১. চুমুর দৃশ্য প্রচার করা যাবে না। ১২. বিদ্রোহ বা প্রতিবাদের কোনো খবর বা অনুষ্ঠান প্রচার করা যাবে না। ১৩. অপরাধীদের কর্মকাণ্ড নিয়ে কোনো অনুষ্ঠান প্রচার করা যাবে না।

১৪. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভাষণ, সরকারী প্রেস নোটস, বিজ্ঞপ্তি এবং জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো প্রচার করতে বেসরকারী সম্প্রচার মাধ্যমগুলো বাধ্য থাকবে। হিরক রাজার দেশে কিই না সম্ভব!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.