আমাদের কথা খুঁজে নিন

   

বেইলী রোডের ধারে...

আমার চোখে বর্তমান...

বেশ কিছু দিন হলো পাবলিক ট্রান্সপোর্ট তেমন একটা ব্যবহার করা হয়নি। বেশ কিছু দিন বাইসাইকেল চালিয়েছি। তারপর অফিস থেকে পিক এন্ড ড্রপ নেয়া শুরু করি, টুকটাক এদিক ওদিক যাবার সময়ও অফিসের গাড়ী সহজশর্তে মোটামুটি পাওয়া যেত। এখন এম বি এ করব সিদ্ধান্ত নেবার পর বাসগুলোর দিকে আবার খেয়াল করা শুরু করলাম। আজকে অফিস থেকে ফেরার পথে একটি ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম।

এক লোক একটি বাসের দরজায় হেন্ডেল ধরে ঝুলছে আর ভেতরের লোকদের পেছনের খালি জায়গায় যেতে বলছে। পেছনে দাড়িয়ে থাকার জন্য কিছু জায়গা খালি ছিল। কিন্তু লোকরা কেও সে জায়গায় যাবেনা। সবাই গেটের সংগে জটলা পাকিয়ে আছে আর ভদ্রলোক ঝুলতে ঝুলতে বকাঝকা করছে। এই অবস্থা দেখে বেশ ভয় পেলাম।

কি সর্বনাশ!!! কেহ কারে নাহি ছাড়ে, সমানে সমান... খবরে শুনলাম নতুন ৪০ টি রুটে নাকি বাস চালানো হবে। একটু আশার আলো দেখতে পাচ্ছি। দেখা যাক কি হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।