আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি, তোমাকে ভিজিয়ে দিলাম : পর্ব -২

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

পূর্বে প্রকাশের পর ........................ শ্রাবনীর ভাই ফয়সাল, লন্ডন থাকে। একটা সেমিনারে যোগ দিতে কানাডা গিয়েছিল ফয়সাল। সেখানেই শুভ্রর সাথে ওর দেখা। ওখান থেকেই পরিচয়ের সূত্র ধরেই শ্রাবণীর সাথে ওর বিয়ে হয়।

বিয়েটাও হয় টেলিফোনে। কারণ শুভ্রর তখন বাংলাদেশে আসার মত পরিস্থিতি ছিল না। ও ওর কাজ নিয়ে খুবই ব্যাস্ত ছিল। আর এদিকে শ্রাবণীর বিয়ের জন্য উতালা হয়ে উঠেছিলেন ওর মা। কারণ সে তার মেয়েকে নিয়ে সবসময় খুব চিন্তা করতেন।

কোনভাবে মেয়েটাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিয়ে সে তার ছেলের কাছে লন্ডন যাবে। শ্রাবণীর বড্ড জেদী। ও যেটা বলবে সেটা করতে বেশীক্ষণ সময় নেয় না। ওর বিয়ের পরে ফয়সাল ও তার মা অনেকটা নিশ্চিন্তে। কারণ শ্রাবণীর মা কখনই ওর আগের সম্পর্কটা মেনে নিতে পারতেন না।

একেতেই নিজেদের আত্মীয়ের মধ্যে মানে ছোট বোনের ছেলের সাথে। তাও যদি দীপুটা একটু ভাল হতো। পড়াশুনা করে বখে গেছে। অথচ ওরই সব বন্ধু-বান্ধবরা অনেক বড় বড় জায়গায় আছে। দীপুর ঐ নাক উচু হ্যাবিটাই ওকে নষ্ট করল।

একেবারে ওর বাবার মত। লোকটা শেষ বয়সে বুঝলো কিন্তু তখন আর কোন সময় থাকলো না। ছেলেটা যখন মানুষ হলো না তখন তাকে লোকের অনেক কথা শুনেই কবরে যেতে হয়েছে। দীপু চেয়ে শ্রাবণীই ছিল বেশী পাগল। কি যে পেয়েছিল ঐ ছেলেটার মধ্যে সে শ্রাবণীই জানে।

অথচ দীপুটা এমন বাউন্ডুলে কখনই ছিল না। অনার্সে ফার্ষ্ট ক্লাশ সেকেন্ড আর মাষ্টার্সে ফার্ষ্ট ক্লাশ থার্ড ছিল সে। জীবনে কিছুই করলো না। স্কলারশীপ পেয়েও গেলনা আবার ব্যাট এ ভালো চাকরী পেয়েও করলো না। তবে এটা কি কোন অভিমান থেকে? শ্রাবণী, শুভ্রর কথা মত জিইসি মোড়ের ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবে ভর্তি হয়েছে।

যেহেতু বসেই আছে তাই ইংরেজীটা একটু ঝালিয়ে নেয়া আর কি। সপ্তাহে তিনদিন ক্লাশ। বিকাল তিনটায়। সেদিন ছিল সোমবার। দুপুরে খেয়ে দেয়েই রওনা দিলো শ্রাবণী জিইসি মোড়ের দিকে।

ওর শ্বশুড় বাড়ীটা আবার জাকির হোসেন রোডে সরকারী গালর্স স্কুলের পাশেই। তাই রিক্সাতেই যাতায়াত করে ও। দশ মিনিটের রাস্তা। সেদিন ক্লাশ শেষে সেন্ট্রাল প্লাজার নীচের সিডির দোকান থেকে সিডি কিনতে ঢুকেছে শ্রাবণী। সাথে ছিল ওর ক্লমমেট সাজিয়া।

সাজিয়া থাকে হিলভিউতেই। হেঁটেই যাওয়া যায় ওর বাসায়। সাজিয়া বাসার দিকে রওনা দিলো আর শ্রাবণী কেবল দোকান থেকে বের হয়ে রিক্সা নিবে। কিন্তু এমন সময় শ্রাবণী চমকে উঠলো। এটা কি দেখলো শ্রাবণী? ও কি ভুল দেখছে? এটা কি করে সম্ভব? ১ম পর্ব চলবে...............


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.