ফুলবাড়ী গণঅভ্যুত্থান দিবস পালিত
এশিয়া এনার্জিকে বাংলাদেশ থেকে প্রত্যাহার, ফুলবাড়ী চুক্তি বাস্তবায়ন, গণবিরোধী কয়লানীতি বাতিল করাসহ চাপা ক্ষোভ ও প্রতিবাদের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার ফুলবাড়ী গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ফুলবাড়ী গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় এখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় কমিটির নেতা প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক আকমল হোসেন, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।
জাতীয় কমিটি ছাড়াও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ যুব মৈত্রী, বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন, জাতীয় কৃষক সমিতি, নারী মুক্তি সংসদ, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ, সাপ্তাহিক নতুনকথা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের সাম্যবাদী দল, ন্যাপ, বাম গণতান্ত্রিক ফ্রন্ট, গণতান্ত্রিক বাম মোর্চা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ যুব ইউনিয়ন, প্রগতিশীল ছাত্র জোট, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্রমৈত্রী, মাগুরছড়ার গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), গ্রিন ভয়েসসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
প্রগতিশীল ছাত্র জোট গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন খান আসাদুজ্জামান মাসুম, আরিফুল ইসলাম, খালেকুজ্জামান লিপন, মাঈন উদ্দিন লিটন, কামরুজ্জামান পলাশ, আব্দুর রউফ, জনার্দন দত্ত নান্টু প্রমুখ।
এছাড়া ছাত্র ইউনিয়ন দুপুরে ক্যাম্পাসে মিছিল শেষে ডাকসু ভবনের সামনে সমাবেশ করে। সংগঠনের সভাপতি খান আসাদুজ্জামান মাসুমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেরদৌস আহমেদ উজ্জ্বল, মাহমুদুর রহমান বিরল, মেহেদী হাসান, রাকিবুল হক প্রমুখ।
মাগুরছড়ার গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটি'র সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান এক বিবৃতিতে ফুলবাড়ী গণঅভ্যুত্থানের ২ বছর পার হলেও ওই সময় সম্পাদিত ৬ দফা চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এশিয়া এনার্জির সঙ্গে সকল চুক্তি বাতিল করে এশিয়া এনার্জিকে ফুলবাড়ীসহ বাংলাদেশ থেকে প্রত্যাহার, উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি না করার আহ্বান জানান। তিনি জ্বালানি সম্পদের ওপর জনগণের শতভাগ মালিকানা নিশ্চিতকরণ, জাতীয় সক্ষমতা গড়ে তুলতে কোল বাংলা প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থ বাদ দিয়ে বহুজাতিক কোম্পানির স্বার্থে জ্বালানিনীতি প্রণীত হলে তা জনগণ রুখে দাঁড়াবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।