আমাদের কথা খুঁজে নিন

   

............মানুষের সর্বাঙ্গে.................

যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: hopelessduniya@yahoo.com এই আইডি তে..এড কইরেন...

গাছ মানুষের অনেক উপকারে লাগে। গাছ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। গাছের ফলমূল খেয়ে মানুষ জীবনধারন করে। যে গাছ মানুষের এত কাজে লাগে সেই গাছের মধ্যে কোন বিশেষ ধরনের গাছ মানুষ ধরে খেতে পারে এমনটা বিশ্বাস করা সত্যিই মুসকিল। অথচ মাদাগাস্কারে আনারস গাছের মত দেখতে এই মানুষ খেকো গাছের সন্ধান পাওয়া গেছে।

এই গাছের কান্ড দশ ফুঁট উচু একটি পিপের মত। গাছের মাথা থেকে ১২ ফুট লম্বা আর এক ফুট চওড়া আটটা পাতা ক্রমশ সরু সূঁচের মত হয়ে মাটির দিকে ঝুলে পড়ে থাকে। দেখে মনে হবে গাছ গুলো খুব নিরীহ। কিন্তু এই নিরীহ ছদ্মবেশের আড়ালে লুকিয়ে থাকে তাদের হিংস্র রূপটা। গাছের পাতায় থাকে বিষাক্ত এক ধরনের কাঁটা।

কোনমানুষ ঐ গাছের কাছে এলেই পাতা গুলো দিয়ে মানুষের সর্বাঙ্গে জড়িয়ে ধরে বিষাক্ত কাঁটা গুলো বিধিয়ে দেয় তার শরীরে। মানুষ মেরে পাতা দিয়ে ঢেকে অদৃশ্য করে দেয় তাকে। তারপর চলে গাছের আজব খাওয়া। একেবারে নরমাংশ হজম। ব্যাপারটা খুবই ভয়ঙ্কর বলে মনে হবে নিশ্চয়ই।

শুধু মানুষ খাওয়া নয় আমাদের এই পৃথিবীতে অনেক রাক্ষুষে গাছ আছে যারা কীট-পতঙ্গ আর পোকামাকড় খেয়েই বেঁচে থাকে। ভারতের গাড়ো পাহাড়ের স্যাঁতসেতে জায়গায় নেপেন্থাস নামে এক ধরনের গাছ আছে। বাংলায় এদের বলে কলস বৃক্ষ। এদের পাতা দেখতে অনেটা কলসীর মত যার উপরে রয়েছে একটা ঢাকনা। কোন কীটপতঙ্গ খাবারের সন্ধানে কলসীর কানায় এসে বসলেই পা পিছলে পড়ে যায় কলসীর ভিতরে।

কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু ঘটলে , গাছ খাই সেই কীটপতঙ্গ। এরকম আরেকটি রাক্ষুসে গাছের নাম হল ‘ভেনাস ফ্লাই ট্র্যাপ’। এই ধরনের গাছের পাতার দুই ধারে থাকে করাতের মত ধারালো দাঁত যার সাহায্যে এটি পোকামাকড়কে পিষ্ঠ করে ফেলে। সানডিউ নামে আর এক ধরনের গাছ দেখতে পাওয়া যায় পাহাড়ী অঞ্চলে। লাল টুকটুকে এই গাছের অপরূপ সৌর্ন্দয আকৃষ্ট হয়ে কোন কীটপতঙ্গ পাতার ওপর বসলেই পাতার চটচটে আঠায় আটকে যায়।

এনপন গাছের পাতা তাকে আষ্টেপিষ্টে চেপে ধরে মৃত্যু ঘটায়। এ এক বিচিত্র ব্যাপার। এমনকি জলাশয়ে এক ধরনের গাছ থাকে যারা জলে অবস্থিত ছোট ছোট কীটপতঙ্গ ও মাছ তাদের দেহে অবস্থিত থলে দ্বারা ধরে ফেলে এবং এদের মাংস খায়। এরকম নানা ধরনের মাংসাশী গাছ আছে আমাদের এই পৃথিবীতে। বিচিত্র তাদের আচর-আচরণ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.