আমাদের কথা খুঁজে নিন

   

পালোয়ান এবং ইদুর বিড়াল... (ছোটবেলার ছড়া - ১)

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
অনেক ব্লগার কে দেখছি ছোটবেলার বিভিন্ন ঘটনা স্মরন করছেন, আমাদের সাথে শেয়ার করছেন ... ওগুলো পড়তেও যেমন ভালো লাগে ... তেমনি কল্পনাতে বার বার ফিরে যাই ছোটবেলার সুখ স্মৃতিগুলোর মাঝে .... আজকে হঠাৎ ২টি ছোটবেলার কবিতা মনে পড়ে গেল .... অনেক আগের কবিতা, সব তো ঠিক মনে ও নেই, তাই মাঝ থেকে কয়েকটি লাইন বাদ পড়তে পারে .... কেউ যদি পুরোটা মনে করতে পারেন তবে অনুরোধ থাকবে .... অনুগ্রহ করে বাদ পড়া লাইন গুলো লিখে দিবেন ........... ছড়া - ১ ---------------------- আগ্রা হতে নাগরা পায়ে আসলো পালোয়ান মাথাতে তার পাগড়ী বিরাট বিশাল দেহ খান ইয়া বড় তার গোফের বাহার দেয় চাড়া বার বার সকাল দুপুর মুগুর ভাজে কাজ নাই কো আর .... কলার খোসায় পা হড়কে পড়লো বেকায়দায় পাগড়ী তাহার ছিটকে পলো কোমর ভেন্গে যায় সোজা হয়ে চলতে নারি টুটলো হাটু খান হাসপাতালে খুড়িয়ে চলে বীর সে পালোয়ান । ছড়া - ২ --------------------- ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো হ্যালো হ্যালো তুমি কে কাকে চাও বলো বলো বলো আমি ম্যাও হুলো ক্যাট ইদুর কে চাই জরুরী আলাপ আছে তুমি কে হে ভাই ? আমি ইদুর, তবে কথা হলো এই আমি গেছি মার্কেটে বাড়িতেই নেই ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।