পালোয়ানের প্রলাপ কবি নির্মলেন্দ্যু গুণ তখন অন্য আরেক টা ফেসবুক আইডি চালাতেন। সেটা আমার লিস্টে এখনো আছে। উনার কাছে যত রিকুয়েস্ট আসত, উনি সব চোখ বন্ধ করে এক্সেপ্ট করতেন। আমি ফাইজলামি করে তাঁকে Grandfather হিসাবে ফ্যামিলি রিকুয়েস্ট দিলাম। উনি না দেখেই এক্সেপ্ট করলেন।
এর পর অনেক দিন কাটলো। মাঝে মাঝে কেউ কেউ আমাকে মেসেজ দিত, "আপনি কীভাবে উনার নাতী হলেন?" আমার এই আইডির নাম ছিল সন্ধি পালোয়ান। আর আমি রিপ্লাই দিতাম তাদের, "আসলে আমিও টুকটাক কবিতা লিখি তো, সেইসূত্রে নাতী!"
এর পর এক দিন সকালে ফেসবুকে উঠে দেখি নির্মলেন্দ্যু গুণ posted on my wall, "এই ছেলে, তুমি কীভাবে আমার ফেমিলি লিস্টে ঢুকেছ?" আমি তার ওয়ালে পোস্ট ব্যাক করলাম সেটাই যে আমিও টুকটাক লিখি, তাই আর কী... ইয়ে মানে...
উনি দিলেন ধমক, "কবিতা তো অনেকেই লেখে, তাই বলে কি সবাইকে আমার নাতী বানাতে হবে নাকি?"
আমি রিকুয়েস্ট করলাম, "প্লিজ দাদু, থাকি "
উনি বললেন, "তোমাকে ৭দিন সময় দিলাম, এর মধ্যে তুমি এটা ডিলিট করবে, নাহলে আমি তোমাকে ত্যাগ (আনফ্রেন্ড) করবো। "
কথাগুলা উনি ভুল-ভাল ইংরেজিতে বলেছিলেন। তারপর আমি চেইত্যা গিয়া বললাম, "যান, গেলাম গা, আর ভুল ইংরেজি না লিখে বাংলায় লিখেন"
উনি wall post এই বল্লো, " দেখো ছেলে, আমার ইংরেজির ভুল নিয়ে আমাকে থাকতে দাও।
"
তারপর উনার ওয়ালে আমার পোস্ট রিমুভ করে চলে এলাম। তবে আমার ওয়ালে তার পোস্ট রয়ে গেছে। সেদিন আমার ওয়াল ঘাঁটার সময় দেখলাম। ঘটনা ২০১১-এর। কিছু সাক্ষী আছে।
আমি কোনো মন্তব্য করছি না, তবে শুধু ঘটনা বর্ণনা করলাম। এবং গুণ সাহেবের কাছে #ক্ষমাপ্রার্থনা করছি, যদিও তার নতুন একাউন্ট আমার ফ্রেন্ডলিস্টে নেই এবং এখনো আমি টুকটাক কবিতা লিখি!
-
আমার ফেসবুক থেকে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।