আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি - তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে।
যশোরে এজলাস চলাকালে মামলার আলামাত ফেনসিডিল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক উকিল। অভিযুক্ত উকিলের নাম মাধব চন্দ্র ঘোষ। সোমবার সকালে আদালত চলাকালে জেলা জজ আদালতে একটি মাদক মালার সাক্ষ্যগ্রহণ চলছিল। মামলার আলামত হিসেবে পুলিশ ১০ বোতল ফেনসিডিল এনে রাখে। বর্নিত উকিল সেখান থেকে ১ বোতল ফেনসিডিল হাতিয়ে নেয়ার চেষ্টা করলে পিপি এবং জেলা জজ তা দেখে ফেলেন। এ ঘটনায় যশোর আইনজীবী সমিতি জরুরী সভা ডেকে তার বিরুদ্ধে ব্যব্স্থা নেয়। উল্লেখ্য ২০০৭ সালে অপর একটি মামলার নথিতে উদ্ধার করা ফেনসিডিলের পরিমান ৮০ বোতলকে ঘষেমেঝে ৮ বোতল করার কারনে তিনি আদালতে ধরা পড়েছিলেন। তাছাড়া তার বিরুদ্ধে মাদকাসক্তির পুরোনো অভিযোগ রয়েছে বলে জানা যায়।
এখন বিজ্ঞ উকিলের কাছে জাতির প্রশ্ন : আপনার বিরুদ্ধে কোন ধারায় মামলা হবে চুরির অভিযোগে না মাদকদ্রব্য মামলায় ?
তথ্যসূত্র : দৈনিক সমকাল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।