জীবনে সফল হতে না পারি দুঃখ নেই... একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...
গতকাল [৩০ ডিসেম্বর ২০১৩] সুপ্রীম কোর্টে হামলাকারীদের ইট সাপ্লাই দিয়ে আওয়ামী লীগের মহিলা এমপি অপু উকিল এখন বেশ আলোচিত।
এর আগে গত ২০ জুন ২০১৩ তারিখে সংসদে খালেদা জিয়াকে নিয়ে অশ্রাব্য বক্তব্য দিয়েও আলোচিত হয়েছিলেন তিনি।
অপু উকিল সংরক্ষিত মহিলা আসনে নেত্রকোনা থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি। তার স্বামী নেত্রকোনা জেলার কেন্দুয়ার সন্তান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল। অপু উকিল যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক।
রুক্ষ আচরণের জন্য সুখ্যাত এই কথিত 'অধ্যাপিকা'র [গায়েবী উত্স থেকে প্রাপ্ত পদবি] বিরুদ্ধে গত বছরের ১৬ অক্টোবর হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করে।
আদালত অবমাননা: অপু উকিলের বিরুদ্ধে রুল
গত বছরের ১৫ নভেম্বর সমাজকল্যাণ সংসদীয় কমিটির বৈঠকে এই কৃতী এমপির রুক্ষ আচরণ থেকে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব, ডিজিসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা কেউ রক্ষা পাননি। সংসদীয় কমিটির ওই বৈঠকে অপু উকিল বলেন, 'আমি এখন থেকে যেটাই বলবো সেটাই সিদ্ধান্ত হবে। প্রতিমন্ত্রী হয়েছে তাই কি হয়েছে। '
এমপি অপুর আচরণে বিষণ্ন প্রতিমন্ত্রী, সচিবসহ সকলের বৈঠক কক্ষ ত্যাগ
এ তো গেল অপুর ২০১২ সালের আমলনামা।
২০১৩ সালের ফেব্রুয়ারির শুরুতে শাহবাগে রাস্তা আটকে আন্দোলন শুরু হলে অতি মাত্রায় সরব হয়ে ওঠেন অপু। গত ১০ ফেব্রুয়ারি ২০১৩-তে সংসদে যেসব এমপি শাহবাগ আন্দোলনের পক্ষে গলাবাজি করেন, অপু উকিল তাদের অন্যতম।
‘শাহবাগে’ একাত্মতা সংসদের
এমন কি, খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও সংসদে নিম্নমানের বক্তব্য দেন তিনি। গত ২৬ ফেব্রুয়ারি সংসদে অপু বলেন, "শাহবাগের অগ্নিকন্যা লাকির স্লোগান শুনে খালেদা জিয়া অসুস্থ হয়ে সিঙ্গপুর চলে গেছেন। শাহবাগের এ আন্দোলনের সময় বিরোধী দলীয় নেত্রী একাত্মতা প্রকাশ না করে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছেন।
তাতে কি শেষ রক্ষা হবে? আজ যদি শাহবাগে বলা হয় খ-তে খালেদা জিয়া, তুই রাজাকার, তুই রাজাকার। ...মৌলবাদীদের পাশে দাঁড়ানোর জন্য আজ জাতি খালেদা জিয়াকে ধিক্কার দিচ্ছে। ...মেজর জিয়া প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন পাকিস্তানের গুপ্তচর। "
Click This Link
Click This Link
ধর্মভিত্তিক রাজনীতি, হেফাজতে ইসলাম ইস্যুতেও বাজার মাতাতে সচেষ্ট ছিলেন এই শাহবাগী। হেফাজতের ১৩ দফা দাবির ব্যাপারে অপু বলেন, "এটা আসলে জামায়াতেরই চাল।
...এরা লাদেনের সাথে দেখা করেছে, সেই কায়দায় ‘লাদেন বাহিনী’ গঠন করে দেশকে তালেবানী রাষ্ট্রে পরিণত করতে চায়। ...এরা ধর্মের হেফাজত নয়, যুদ্ধাপরাধীদের হেফাজত করছে। ...জনগণ কখনো এসব অযৌক্তিক দাবি মানবে না। তাছাড়া ভোটের রাজনীতিতেও এরা কোনো ফ্যাক্টর নয়। "
ধর্মভিত্তিক রাজনীতি ইস্যুতে অপু জাতিকে জ্ঞান দিয়েছেন এভাবে, "ধর্মের ব্যাপারে কাউকে শিখিয়ে দিতে হবে না।
হেফাজত বলেন আর যেকোনো দল বলেন, তারা কেউ কিন্তু এদেশে ধর্মরক্ষার জন্য ঠিকাদারী নেয়নি। ধর্মকে নিয়ে রাজনীতি করলে কোনো জাতি কোনোদিন উন্নতি করতে পারে না। "
গত ২০ জুন ২০১৩, বৃহস্পতিবার সংসদে অপু নোংরামির সব সীমা ছাড়িয়ে গেছেন এভাবে, "খালেদা জিয়ার মা লক্ষ্মী রানী মারমা দার্জিলিংয়ের চা বাগানের মালিক উইলসনের চাকরানি ছিলেন। চা বাগানের মালিকের ছিল মদ ও নারীর প্রতি আসক্তি। লক্ষ্মী রানী গর্ভবতী হলে উইলসনের দারোয়ান মুরালী মোহন মারমার সঙ্গে তার বিয়ে দেওয়া হয়।
উইলসনের তত্ত্বাবধানে ১৯৪৫ সালের ১৩ আগস্ট খালেদা জিয়ার জন্ম হয়। খালেদা জিয়া ইহুদি ঔরসজাত। তার গায়ের রং, চুল ও খাদ্যাভ্যাস তার প্রকৃত ইহুদি পিতার সঙ্গে মিল আছে। ১৯৬০ সালে জিয়াউর রহমান ফুর্তি করতে এসে ফেঁসে গিয়ে খালেদা জিয়াকে বিয়ে করেন। ১৯৭১ সালে তিনি পাকিস্তানের সেনা কর্মকর্তা জানজুয়ার সঙ্গে পরকীয়ায় মত্ত ছিলেন।
লোকে বলে জানজুয়ার অবিকল চেহারা পেয়েছে কোকো। "
http://www.bd-pratidin.com/2013/06/21/2082
[খালেদাকে নিয়ে করা অসভ্যতার জবাব আছে এখানে:
অসভ্যতা আনপ্লাগড
গত নভেম্বরে ‘ইনডিপেনডেন্ট’ টিভির একটি টক শোতে অপু বলেছিলেন,
"জামায়াত থেকে বিএনপি ২‘শ কোটি টাকা পেয়েছে। এই টাকা দিয়ে বিএনপি সন্ত্রাস ভাড়া করে হরতাল করছে। বিএনপি নিজেরা কোনো হরতাল করে না। "
Click This Link
গত ১৮ ডিসেম্বর রাতে আরটিভির একটি টক শোতে অপু মেতে ওঠেন ভারত-বন্দনায়:
"ভারতের আশ্রয় প্রশ্রয় আর সাহায্য ছাড়া আমরা স্বাধীনতা পেতাম না।
"
http://www.bangladeshi24.com/main/detail/535
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।