স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।
ঘরের মধ্যে থাকার নিয়ম
আমি ঘরের মধ্যে থাকি
আমার বউও ঘরেই থাকে
ঘরের মধ্যে খাড়ায় থাকি আমরা--
কুকিল ডাকে বাইরে।
আমি উকিল, আমার ঘরে
কুকিল ডাকব দিনদুপুরে--নাকি?
অথচ কুকিল বাইরে ডাকে!
হোয়াই?
কুকিল ঘরের বাইরে থাকে,
তাইতে ঘরের বাইরে ডাকে।
টোয়াইইই!
বইয়েও এমন লেখাই আছে
জেক লেকাও বইলা গেছে
বইয়ের পাতায় কুকিল ডাকে নাইরে!
কুকিল থাকুক বাইরে বাইরে
কিন্তু যখন ডাকটা দিব
ঘরে আইলেই পারে--
কুকিল যখন ঘরে আসবে
তখন ডোরটা খোলা থাকবে
উইন্ডোগুলা বন্ধ রাখন চাইরে!
কুকিল কি আর পোষা কুত্তা
ডাক দিলেই আইসা পড়ব,
ডাকব তোমার ঘরে?
তার চেয়ে এক টুকিল ডাকো
ঘরে আইনা দুধকলা দেও
এমন জোরে ডাক দিব নে
গাছের কুকিল পটল তুলতে
ঢুকব তোমার ঘরে
তখন দরজা বন্ধ কইরো
পটলগুলা কাটতে ধইরো
উকিল সোনার নিজের কুকিল নাইরে!
16/12/3
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।