যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
অনেক দিন পরে নানীর সাথে
আজকে কয়েকটা শোলোক শুনালো। ঘুমের ঔষধ খেয়ে। শোনাতে শোনাতে কখন ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না।
১. হাতুর বাটল বাইশখান, চোরে নিলে তিনখান, হাতে থাকে কয়টা?
২. শিশুকালের কথা, একশ তেতুল গাছে, কয়শ পাতা?
৩. ঘরের মাঝে ঘর, কোনদিকে দুয়ার?
৪. এক থাল সুপারী, গোনতে পারে কোন ব্যাপারী?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।