যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: hopelessduniya@yahoo.com এই আইডি তে..এড কইরেন...
মোবাইল ফোন ব্যবহারে মরণব্যাধি ক্যান্সার হয় কিনা তাই নিয়ে রহস্যের জট খোলার আগেই মোবাইল নিয়ে আরেক অশনি সঙ্কেত। “ফুয়েল ষ্টেশনে মোবাইল ব্যবহার করা যাবে না” এই মর্মে একটি ঘোষনা ইদানীং প্রায় প্রতিটি আধুনিক ফুয়েল ষ্টেশনে চোখে পড়ছে। ফুয়েল ষ্টেশনে ধূমপান করা যাবে না, লাইটার ব্যবহার করা যাবেনা তার না হয় একটি যুক্তিসঙ্গত কারন ছিল। কিন্তুু ফুয়েল ষ্টেশন গুলো হঠাৎ করেই নিদোর্ষ এই মোবাইল ফোনের ওপর খেপে উঠলো কেন তা বোধগম্য নয় । বিষয়টি কতটুকু ভয়াবহ তা বোঝার আগে চলুন তিনটি ঘটনা সর্ম্পকে জানা যাক।
ঘটনা-১
মোবাইল ফোনটি রাখা ছিল গাড়ির পেছনের দিকে ঢাকনার ওপরে। গাড়িটি তখন ফুয়েল ষ্টেশনে ছিল। গাড়িতে পেট্রোল ঢালার মুর্হূতে হঠাৎ করেবেজে ওঠে মোবাইল ফোনটি। সাথে সাথে আকস্মিক আগুনে গাড়ি সহ পুড়ে যায় পুরো পেট্রোল পাম্পটি।
ঘটনা-২
গাড়িটি ফুয়েল ষ্টেশনে এনে রিফুয়েলিং করছিলেন জন এডওয়ার্ড।
হঠাৎ আসা ফোনের উওর দেয়ার আগেই আগুনে ঝলসে যায় তার মুখ।
ঘটনা-৩
এই ঘটনায় মোবাইল ফোনটি যথারীতি প্যান্টের পকেটে রাখা ছিল। পেট্রোল পাম্পে গাড়ি ফুয়েলিং- এর সময় হঠাৎ বেজে ওঠে ফোনটি । সঙ্গে সঙ্গে আগুনে ঝলসে যায় তার পা ও উরুর কিছু অংশ।
ওপরের তিনটি ঘটনা সম্পূর্ন বাস্তব ও সত্য এবং তিনটি ঘটনা বিশে¬ষণ করে একথাই প্রতিষ্ঠিত হয় যে- মোবাইল ফোন জ্বালানি তেল (পেট্রোল, ডিজেল, সিএনজি) বা গ্যাস প্রজ্জ্বলনে সাহায্য করে।
মোবাইল ফোনের সুইচ অন কিংবা কল রিং আসার সময় এর ডিসপ্লে¬ লাইট জ্বলে ওঠে। কিন্তুু এর ফলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা প্রজ্জ্বলনের জন্য যথার্থ স্পার্ক সৃষ্টির করতে পারে।
মোবাইল ফোনে কল আসার সাথে সাথে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরী হয়, বর্তমানে বিজ্ঞানীরা এই বিষয়টির পারিপার্শ্বিক প্রভাব নিয়ে আরো বিস্তার গবেষণা করে যাচ্ছেন।
যেসব পদার্থ দহনে সাহায্য করে বা নিজেই দাহ্য (বিভিন্ন রাসায়নিক পদার্থ, কেমিক্যাল, গ্রাস, গ্র্যাইন ডাষ্ট ইত্যাদি) সেসব ক্ষেএে মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়।
ঘটনার ভয়াবহতার মাএা বুঝে সারা দুনিয়ার ফুয়েল ষ্টেশনে তাই জরুরি ঘোষনা জানিয়ে দেয়া হয়েছে যে, ফুয়েল ষ্টেশনে মোবাইল ফোন কোন মতেই ব্যাবহার করা যাবেনা।
বাংলাদেশে যদিও এখনো সব ফুয়েল ষ্টেশনে মোবাইল বিষয়ক সর্তকতা ঘোষনাটি দেখা যায় না। আবার দেখা গেলে ও মানার আগ্রহ লক্ষ করা যায় না অনেকক্ষেএে। পেট্রোল ইকুয়েপমেন্ট ইনস্টিটিউট- এ কর্মরত বব রিস্কস ফুয়েল ষ্টেশনে মোবাইল ফোনের ব্যবহারের ভয়াবহতা বিষয়ে জনসাধারণকে সর্তক করার কাজটি করে যাচ্ছেন। তার গবেষণার তথ্য মতে মোবাইল এর কারনে আগুন লাগার ১৫০টির বেশী ঘটনা জানা গেছে। তাই সবশেষে আবারো বলতে হয় পেট্রোল পাম্প বা ফুয়েল ষ্টেশনে দয়া করে আপনার মোবাইল ফোন টি বন্ধ রাখুন।
নিরাপদ ফুয়েলিং এর জন্য করনীয়br /> পেট্রোল পাম্পে মোবাইল ব্যবহারের ভয়াবহতা বিচারে আসুন আমরা প্রতিটি সর্তক নাগরিক নিজের ও অন্যের নিরাপত্তার জন্য পেট্রোল পাম্প বা ফুয়েল স্টেশনে নিচের ধাপগুলো অনুসরণ করি।
* ইঞ্জিন বন্ধ রাখুন।
* ধুমপান করবেন না।
* মোবাইল ফোন বন্ধ রাখুন অথবা তা গাড়ির ভেতরেই রেখেদিন।
* ফুয়েলিং কালে ফোন অন করবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।