আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রে কবরে চুরি বেড়েছে ..

মানুষকে নতুন কিছু জানাতে পারলে ভাল লাগে ....

যুক্তরাষ্ট্রে লাশের সঙ্গে স্বর্ণালঙ্কার এবং কবরের গায়ে লাগানো তামা, পিতল, কাঁসা বা পাথরের প্লেট চুরির প্রবণতা অনেক বেড়ে গেছে। এসব জিনিসের দাম অনেক বেড়ে যাওয়ায় চোররা ইদানিং কবরস্থানকে টার্গেট করেছে বলে গোয়েন্দা কর্মকর্তারা মনে করেছেন। তারা বলছেন, কবরের ভেতরের জিনিস বা কবরের গায়েঁ বাধাঁই করা প্লেট চুরির ঘটনা নিয়ে খুব কমই হইচই হয়। তাছাড়া এসব জিনিস পরে খুব সহজে ঢেলে সাজানো যায়। তাই চোররা কবরের ভেতরের জিনিস এবং কবরের গায়ে লাগানো তামা, পাথর বা কাঁসার প্লেট চুরির দিকে ঝুকেঁ পড়েছে।

কবরের জিনিস চুরির ঘটনায় চোর শনাক্ত করাও বেশ কঠিন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, নিউ অর্লিন্স, দেলওয়ার, মেরিল্যান্ড, শিকাগো, কানেকটিকাট ও টেক্সাসের কবরস্থান থেকে গত বছর বিপুল পরিমাণ স্বর্ণ, ব্রোঞ্জ, পিতল, দস্তা এবং তামার অলঙ্কার চুরির তথ্য গোয়েন্দারা উদ্ঘাটন করেছে। গোয়েন্দারা জানান, ফ্লোরিডার ক্যাপক্যাবল এলাকার কবরস্থান থেকে ১৫০টি পিতলের ফুল চুরি হয়েছে। এগুলো কবরের ওপরে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল। দেলোয়ারের একটি কবরখানার গেট থেকে এক হাজার পাউন্ড ব্রোঞ্জ চুরি হয়েছে।

মেরিল্যান্ডের সানসেট মেমোরিয়াল পার্ক এবং রেষ্ট লোন মেমোরিয়াল গার্ডেন থেকে ২০০টি অলঙ্কার চুরি হয়েছে। শিকাগোর একটি কবর থেকে ৫ লাখ ডলারের পিতলের অলঙ্কার চুরি হযেছে অতি সম্প্রতি। গোয়েন্দা কর্মকর্তারা বলেন, সৃষ্টিকর্তার প্রতি যাদের সমান্যতম শ্রদ্ধাবোধ নেই কেবল তারাই এ ধরনের অপকর্ম করেছে। দেশে মন্দা পরিস্থিতি বাড়তে থাকলে এ ধরনের চুরির ঘটনা আরো বাড়তে পারে বলে গোয়েন্দারা আশঙ্কা করেছেন ..... সূত্র : এনা / দৈনিক সমকাল আপনারাই বলুন এটার উত্তর কি হতে পারে ?? জানতে চাই আপনাদের কাছে .... তবে পারলে একটু মজার উত্তর দিবেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.