পা
ছোট বেলা থেকেই ফটোগ্রফি বলতে পাগল ছিলাম কিনতু কেমেরা না থাকায় সখ পুরন হয় নাই। প্রথম কেমেরা পাই ২ বছর আগে। কেনন পাওয়ার শট ৪৩২০। তারপর এক বছর কাটে স্বপ্নের মত এই এক বছরে
প্রায় ১০০০০ ছবি তুলি। কিনতু সুখ বেশী দিন সইল না কপালে একদিন নস্ট হয়ে গেল আমার প্রিয় কেমেরা টি।
যেন অন্ধকার হয়ে গেল আমার সারা পৃথিবী। এর পর আমার এক বন্ধু আমায় একটি নতুন কেমেরা দেয়। কেনন পাওয়ার শট এ ৫৫০ । এই কেমেরা দিয়ে শুরু হয় আমার নতুন যাত্রা। আর আজ কিনলাম কোডাকের এই কেমেরাটি।
কম দামে পাওয়ায় এই কেমেরাটি কিনলাম।
একসম্য় একটি কেমেরার জন্য কত কস্ট করছি আর এখন পৃথীবির সেরা কেমেরা কেনার সামর্থ থাকলে ও ছবি তোলার কোন জায়গা পাচ্ছি না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।