তাঁরার রাজ্যে জীবন হারিয়ে খুজি,
হঠাৎ রাতে তাঁরা পরতে দেখি
তেমনি অনেক জীবন পরে যায়
কেউ কখনো খবর না পায় ।
পথ হারায়ে পোথিক খোঁজে পথ
খুজে ফেরে চেনা কোন বাঁক
খোজার কষ্টে ক্লান্ত পোথিক হায়
কোথাও কোন জন মানুষ নাই ।
সকাল দুপুর বিকাল সন্ধা রাত
চলতে চলতে ক্লান্ত তারা সব
কবে বল সে সকাল পাওয়া যাবে ?
যা আর হবে না শেষে রাত
ঘড়ির কাটা আস্তে আস্তে ঘুরে
একটা দুইটা দশটা বারোটা বাজে
বাজতে বাজতে ক্লান্ত তারা সব
এ সময়ের যেনো শেষ কখনো নাই ।
তাঁরার রাজ্যে জীবন হারিয়ে খুজি,
চলতে চলতে ক্লান্ত পথিক আমি
কষ্টের কি শেষ হবে না কোন
সুখ বলে পৃথিবীতে কিছু নাই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।