বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
পূর্বে প্রকাশের পর
........................
১ম পর্ব - ২য় পর্ব
এমন সময় দেশে চালু হলো মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ইউজের অপশন। যতটুকু মনে পড়ে প্রথমে একটেল চালু করলেও মার্কেট পায়নি। ওরা দিয়েছিল জিপিআরএস। তার কয়েকমাস পরে চালুর করলো জিপি এইজ (EDGE)।
তাদের শ্লোগান ছিল জিপিআরএস এর চেয়ে ৮ গুন ফাষ্টার। এটিই তাদের কিছুটা মার্কেট পেতে সাহায্য করেছিল। আর বাস্তবিক ভাবে জিপির এইজ একটেলের চেয়েও ভালো ছিল।
এই সময়টা মোবাইলে ইন্টারনেট ইউজ নিয়ে ছিল একটা প্রতিযোগীতা ছিল সবার মধ্যে। সবাই তার মোবাইলে টেষ্ট করতে চাইতো।
তখনও কর্পোরেট পর্যায়ে বা রেগুলার ইউজাররা এই সুবিধা এতটা পায়নি। সুতরাং একটা নির্দিষ্ট সীমানা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। এরপর আস্তে আস্তে সবগুলোই অপরেটরই এই সুবিধা দিতে লাগলো।
জিপি বিজনেস সলিউশনে একমাস ২৪ ঘন্টা আনলিমিটেড ইন্টারনেট ব্যাবহারের সুবিধা পেলাম। একমাস চুটিয়ে ইন্টারনেট ইউজ করলাম।
ভালই স্পিড পেলাম। আমার অফিসের এলাকাতে ভালই স্পিড পেতাম। কিন্তু বাসা যেখানে, সেখানে অফিসের তুলনায় কম হতো।
তারপর কয়েকবার কমপ্লেইন করার পর বাসাতে ভালই স্পিড পেতাম। ডাউনলোড মোটামুটি ১০-১২ বড় কেবি পেতাম।
এভাবে অনেকদিন মোবাইলকে মডেম করে ইন্টারনেট ইউজ করেছি। অফিসে হাইস্পিড ডেডিকেটেড লাইন ছিল। ২ এমবি লাইনকে শেয়ার্ড করা হতো সব ইউজাদের মধ্যে। অফিসে ডাউনলোড পেতাম প্রায় ৩০ বড় কেবি।
তবে আগাগোড়াই বাসায় একটা ব্রডব্যান্ড কানেকশনের জন্য একটা লাইন খুঁজছিলাম।
আমি চাইছিলাম একটু সস্তায় মোটামুটি একটা লাইন। কারন বাসায় নেট ইউজ করা হতো গড়ে ৪/৫ ঘন্টা। তার জন্য জিপির ৮০০টাকার লাইন আমার কাছে একটু ব্যায়বহুল মনে হতো। কিন্তু সেরকম সুইটেবল লাইন খুঁজে পাচ্ছিলাম না। স্পিড ভালো নিতে হলে টাকা অনেক বেড়ে যায়।
এরমধ্যে সরকার থেকে আইএসপি গুলো লাইসেন্স ফি সহ অন্যান্য ফি কমিয়ে দিলেও আইএসপি গুলো একগুঁয়ে ভাবে কাষ্টমারদের কাছে আগের মতই বেশী টাকায় নেট ব্যান্ডউইডথ বিক্রি করতে থাকলো। সরকার আবারো তাদের প্রতি নির্দেশ দিলো গ্রাহকদের বিলের পরিমান কমিয়ে দেবার জন্য। এবার কিছুটা কাজ হলো। আইএসপি গুলো ঐ একই আগের টাকায় ব্যান্ডউইডথ বাড়িয়ে দিলো। সেক্ষেত্রে আমরা গ্রাহকরা কিছুটা আশ্বস্ত হলাম।
এখন মোটামোটি সবাই একটু বেশী স্পিড পান আগের তুলনায়।
চলবে............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।